(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar News Live : শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা
RG Kar Protest : রাত ৯ থেকে ১০টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জুনিয়র ডাক্তারদের।
LIVE
Background
কলকাতা : মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল পেশ করল রাজ্য় সরকার। তৃণমূল সরকারের আনা বিলে বিজেপি সম্মতি দিলেও আলোচনার সময় তুমুল হইহট্টগোল হল। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিরোধী দলনেতা। মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে মুখ্য়মন্ত্রীর মুখ্য় উপদেষ্টার একটি মন্তব্য় ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছিল। মঙ্গলবার ধর্ষণ বিরোধী বিল পেশের পর মহিলাদের নাইট ডিউটি নিয়ে মুখ খুললেন মুখ্য়মন্ত্রী। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
আর জি কর মেডিক্য়ালে দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। অভিযোগ, এই দু'জনকে বেআইনিভাবে প্রচুর সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। হাসপাতালে যাবতীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দায়িত্ব ছিল তাঁদের। বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, দু'জনেরই বাড়ি হাওড়ার সালকিয়ায়। সেখানকার বাসিন্দাদের দাবি, গত কয়েকবছরে আচমকাই বদলে গেছিল এই দু'জনের জীবনযাত্রা এবং চালচলন।
কষ্টার্জিত বেতন নিয়ে প্রশ্ন তুলে, আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষ করেছিলেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা। চাপের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন কাঞ্চন মল্লিক। তারপরও কাঞ্চনের মন্তব্যের সমালোচনা করে একের পর এক পোস্ট টলিপাড়ার।
RG Kar Protest Update: শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা
শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা। গাড়ি ঘিরে বিক্ষোভ। কোনও রকমে এলাকা থেকে ফিরতে হল ঋতুপর্ণাকে।
WB News Live : নেতাদের হুঁশিয়ারি, মাথাভাঙায় 'রাত দখলে' হামলা !
নেতাদের হুঁশিয়ারি, মাথাভাঙায় 'রাত দখলে' হামলা! রাস্তায় গ্রাফিতি আঁকার সময় সবকিছু মুছে শিল্পীদের উপর হামলা। শিল্পীদের সপাটে চড়, রেহাই পেলেন না প্রবীণরাও! তৃণমূলের বিরুদ্ধে রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগ। দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পেল না প্রবীণরাও!
জাস্টিস ফর আর জি কর লেখার সময় মারধর।
RG Kar Protest Update: মাথাভাঙায় 'রাত দখলে' হামলা
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহারে দাঁড়িয়ে বলেছিলেন, বিরোধী আঙুল উঠলে তা ভেঙে দেওয়া হবে। বাস্তবে দেখা গেল, সেই উদয়ন গুহর জেলাতেই আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবি চেয়ে আন্দোলন চলাকালীন হামলা চলল আন্দোলনকারীদের ওপরই।
RG Kar Issue : 'আমাদের ধাক্কা দিয়ে ফেলে মৃতদেহ নিয়ে চলে যায় পুলিশ', বিস্ফোরক অভিযোগ পরিবারের
আর জি কর কাণ্ডে প্রতিবাদে সামিল হয়েই বিস্ফোরক পরিবার
পুলিশের বিরুদ্ধে সৎকারে চাপ, মুখ বন্ধে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ!
'মেডিক্যাল টেস্টের আগেই কীভাবে আত্মহত্যার তত্ত্ব?'
'আমাদের ধাক্কা দিয়ে ফেলে মৃতদেহ নিয়ে চলে যায় পুলিশ'
'দেহ দেখতে বাধা, বারবার প্রিন্সিপালের ঘরে যেতে বলে পুলিশ'
ঘরে ঢুকে কেন টাকা দিতে চেয়েছিল পুলিশ? প্রশ্ন পরিবারের
ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল পুলিশ, দাবি পরিবারের
পুলিশের বিরুদ্ধে মেয়ের দেহ হাইজ্যাকের অভিযোগ পরিবারের
'কেন মেয়ের দেহ সৎকারে এত তাড়াহুড়ো করেছিল পুলিশ?'
'হাসপাতালে ডেকে সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল পুলিশ'
আমরা অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলাম, অভিযোগ পরিবারের
'পুলিশ-প্রশাসনের এত অতিসক্রিয়তা, এত মিথ্যেচার কেন?'
পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে শিউরে ওঠার মতো অভিযোগ পরিবারের
WB News Live : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর-মামলার শুনানি
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর-মামলার শুনানি। আর জি কর-মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না । কাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না