সন্দীপ সরকার, কলকাতা: আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। তার আগে আজ সাধারণ মানুষের মতামত জানতে পথেই আদালত বসাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কর্মসূচির নাম, ‘জনতার মতামত, রাজপথে আদালত‘। 


আজ জেলায় জেলায় সকাল ১০টা থেকে অস্থায়ী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত বসাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ‘রাজপথের আদালত‘ খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। সেখানে জনতার দরবারে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। সেই সব প্রশ্নের জবাব পেতেই নিজেদের আদালত খুলছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।  


 
এ ছাড়াও, আজ বিকেল ৫টায় রাস্তায় নেমে জাতীয় সঙ্গীত গেয়ে মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এর পাশাপাশি, আজ মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়ারও আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।  


লালবাজারের কাছে বি বি গাঙ্গুলি স্ট্রিটে অস্থায়ী স্বাস্থ্য শিবির খুলেছেন কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। এই ক্লিনিকের পাশেই জনতার মতামত জানতে রাজপথে খোলা হয়েছে আদালত। সেখানে জুনিয়র চিকিৎসকদের ৫ দফ দাবি নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাওয়া হচ্ছে। এ ছাড়াও, আন্দোলন কোন পথে চলবে, কীভাবে বিচার মিলবে, পুলিশ-সিবিআই তদন্ত নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে, তা জানতে চাওয়া হয়েছে। 


কলকাতার পাশাপাশি, জেলাতেও অস্থায়ী স্বাস্থ্য শিবির খুলেছেন জুনিয়র চিকিৎসকরা। ক্লিনিকের পাশেই জনতার মতামত জানতে রাজপথে আদালত বসানো হয়েছে। 


আরও পড়ুন, 'রাতে মেসেজের উত্তর আসেনি, ভেবেছিলাম নিশ্চয়ই রিপ্লাই দেবে', নির্যাতিতার সঙ্গে বিশেষ বন্ধুর শেষ কথোপকথন


এদিকে আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই আবহে আজ আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। বিশ্বজুড়ে মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, 
‘বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আর জি কর’। আমেরিকা, ব্রিটেন, কানাডার পাশাপাশি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, তানজানিয়া, জাপান-সহ দেশে দেশে এই কর্মসূচি পালন করা হবে। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে