কলকাতা: রাতের কলকাতা দেখাল প্রতিবাদের এক অন্য় চেহারা। রাতের কলকাতা জন্ম দিল অজস্র স্লোগানের। আর জি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে গতকাল অর্থাৎ রবিবার সারারাত ধর্মতলায় যে ধর্না কর্মসূচি চলল, তেমনটা শেষ কবে এই শহরে দেখা গেছে, মনে করতে পারছেন না কেউই। রাজনীতি, দল, পতাকা ছাড়াই রাতভর দলে দলে সাধারণ মানুষ সামিল হলেন প্রতিবাদে। হাতে হাত রেখে, জোরাল হল একটাই স্বর, 'বিচার চাইছে আর জি কর' (We Want Justice)। এদিনের ধর্নায় সাধারণ মানুষ, তারকা মিলেমিশে একাকার হয়ে যান। কী দাবি করলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)?


রাত যত গাঢ় হল, প্রতিবাদের স্বর ততই দৃঢ় হল, স্বস্তিকা বললেন...


ফের রাত দখল। এবার ধর্মতলায় ধর্মযুদ্ধ। রাতের রাজপথে আবার প্রতিবাদের ঢেউ। সাধারণ মানুষের ডাকে রাত জাগলেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরাও। তারকা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে বলতে শোনা গেল, 'আমি জানি না ঠিক কত ঘণ্টা কেটেছে, তিন-সাড়ে তিন ঘণ্টা বোধ হয় কেটেছে। আমরা তো কোনও সাড়া পাচ্ছি না। যাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে অবস্থান হবেন, তাঁদের সিদ্ধান্তই থাকবে। এখানে এক রাতে নোটবন্দি হয়। ধর্ষণ খুনের ঘটনায় ২৩ দিনে বিচার হল না।'


তিনি আরও বলেন, 'বিচারের আশা তো অনেকটাই করছি। কারণ সরকারটা তো আমাদের সরকার, এটা তো অন্য কারও নয়। আমরাই তো এই সরকারকে চেয়েছি। তো সরকার বিচার কেন এনে দেবে না আমাদের? কবে আনবে, এখন সেটাই প্রশ্ন, কারণ ২৩ দিন তো হয়ে গেছে। ওই একটা সিভিক ভলান্টিয়ার একাই সব করেছে, এই কথায় আমরা কেউ বিশ্বাসী নই, এটায় কেউ বিশ্বাস করছে না। মানে আমাদের হয়তো খুব বেশি বুদ্ধি নেই, কিন্তু যেটুকু আছে তা দিয়ে অন্তত এটা বিশ্বাস করছি না যে ওই একটাই লোক পুরো কাণ্ডটা ঘটিয়েছে। এই eye wash-এ আমরা বিশ্বাস করছি না কেউ। সত্যি যেটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বিচার চাই। আর আমার মনে হয় আমাদের সরকারের এইটুকু দায়িত্ব বা দায়বদ্ধতা আছে, যে মেয়েটি ধর্ষিতা ও খুন হলেন তাঁর বাবা-মার প্রতি তো দায়বদ্ধতা আছে। সেটার জন্য অন্তত বিচার হোক।'


 



আরও পড়ুন: Udayan Guha : 'সাজিয়ে গুছিয়ে ধর্ষণের অভিযোগ...' উদয়নের মুখে এবার 'দংশন'-দাওয়াই


এরপর সোমবার ৫টা সাড়ে ৫টা নাগাদ একটি পোস্ট করেন স্বস্তিকা। লেখেন, 'বাড়ি ফিরছি। আপনারা যাঁরা আজ ঘুমোলেন, কাল জাগবেন। লড়াই চালিয়ে যেতেই হবে। বিচার না আসা পর্যন্ত।' নিজের সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের একাধিক পোস্ট করতে দেখা যায় তাঁকে। শুধু স্বস্তিকাই নন, এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, ঊষসী চক্রবর্তী, দেবলীনা দত্তের মতো একাধিক পরিচিত মুখকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।