কোচবিহারের মাথাভাঙায় রাত দখল কর্মসূচিতে হামলা, তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই মারধর করা হল আন্দোলনকারীদের। প্রতিবাদ আটকাতে চুন দিয়ে মুছে দেওয়া হল রাস্তায় লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। ছবি প্রকাশ্যে এলেও ঘটনায় দলীয়-যোগ অস্বীকার করল তৃণমূল। 


শুধু তাই নয়, মুছে ফেলা হল বিচারের দাবি, শিল্পীদের সপাটে চড় তৃণমূল কর্মীদের, রেহাই পেলেন না প্রবীণরাও, টেনে হিঁচড়ে ধাক্কা প্রতিবাদীদেরও। 


এ প্রসঙ্গেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে রাজ্য সরকারের দেওয়া পুরস্কার প্রত্যাখান করা অভিনেত্রী এদিন বলেন, 'কারা করছে এই কাজ সেটা বোঝার মতো বুদ্ধি বাংলার সবার আছে। তাঁরা আসলে ভয় পাচ্ছে। একটা ভয়ঙ্কর ঘটনার জন্য যেখানে সাধারণ মানুষ জাস্টিস চাইছে, তাতে কাদের অসুবিধা হচ্ছে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। কোনও ভাষাতেই এর নিন্দা যথেষ্ট নয়। সরকার কি গুণ্ডাবাহিনী পুষছে? দাদাগিরি, শাসনের তলায় রাখাতেই তো এঁরা অভ্যস্থ। মানুষ কথা বলবে কেন? বিচার চাইবে কেন? চুপ করে থাকবে কোথায়, এই শান্তিপূর্ণ অবস্থান মেনে নিতে কষ্ট হচ্ছে তাই এঁদের। তাড়াতাড়ি এঁদের আইডেন্টিফাই করা হোক। ধিক্কার জানাই।' 


আরও পড়ুন, মেয়ের মৃত্যুর বিচার চেয়ে RG করে এসে রাত জাগলেন বাবা-মা, পুলিশের বিরুদ্ধে একের পর বিস্ফোরক প্রশ্নবাণ


রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের দাবি, রাস্তায় প্রতিবাদ-আলপনা আঁকা নিয়ে স্থানীয়দের ক্ষোভ সামাল দিতেই ঘটনাস্থলে যান তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়। যদিও গতকাল প্রতিবাদ জানানোর কথা মেনে নিয়েছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা।


প্রসঙ্গত, বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফিরিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। পুরস্কার প্রত্যাখ্যান করে তথ্য সংস্কৃতি দফতরকে জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আপোস করিনি, আপস করব না। ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল। পুরস্কার বাবদ দেওয়া ২৫ টাকাও ফিরিয়ে দেব। রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার কথা বলেছিলেন মাননীয় বিধায়ক। এত মিথ্যাচারের সামনে মাথা নত করব না। সম্মান নিশ্চয়ই এর পরও পাব। কিন্তু শিরদাঁড়া শক্ত রাখব। এই শিক্ষাই তো পেয়েছি মা-বাবার কাছ থেকে। সেখান থেকে সরব না।', তখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, নাম না করে কাঞ্চনকে জবাব সুদীপ্তার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে