কলকাতা: আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ। সিজিও থেকে নিজাম প্যালেসে আনল সিবিআই। সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর পেয়েই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উচ্ছ্বাস।
তাঁরা জানিয়েছে, 'যেটা পুলিশ করতে পারেনি সেটা সিবিআই করে দেখিয়েছে। তবে স্বাস্থ্য ভবন থেকে এখনও সরানো হয়নি। তবে ধর্ষণ-খুনের যে অভিযোগ সে বিষয়ে গ্রেফতার হয়নি। বিচার এখনও হয়নি। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছে। আমাদের বিচারের দাবি এখনও চলছে, চলবে।'
সূত্রের খবর, সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআইকে দিয়েছে সেখানকার প্রাক্তন ডেপুটি সুপার আখতার মামলার প্রেক্ষিতে। মুখ্যমন্ত্রীর অফিসে অবধি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি। স্টেট ভিজিল্যান্স কমিশনকে দেওয়া চিঠিতে ১৫ দফা অভিযোগ জানিয়েছিলেন আখতার আলি। সেখানে সন্দীপ ঘোষের পাশাপাশি, তৎকালীন MSVP সঞ্জয় বশিষ্ঠ, ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের নামও ছিল।
আরও পড়ুন, 'CP যদি এত দাম্ভিক হন, প্রয়োজনে সারারাত আজ আন্দোলন চলবে', এবার রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের
RG কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে কেন্দ্রীয় এজেন্সি ED। এই মর্মে ECIR দায়ের করা হয়েছে। আর্থিক অনিয়ম হয়ে থাকলে, সেই টাকা কোথায় গেছে, সেটাই তদন্ত করে দেখবে অর্থমন্ত্রকের অধীনস্থ ED।
প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ইডি তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হন আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপার আখতার আলি। তাঁর অভিযোগ রাজ্য অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্টেট ভিজিল্যান্স কমিশনে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ১৬ অগাস্ট, আখতার আলির অভিযোগ খতিয়ে দেখতে SIT গঠন করে রাজ্য সরকার। ১৯ অগাস্ট, বিষয়টি সামনে আসে।এরপরেই ইডি তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার।
কীভাবে এই দুর্নীতি হল সেই তদন্ত বর্তমানে খতিয়ে দেখছে সিবিআই। অন্যদিকে কোনও আর্থিক অনিয়ম হলে সেই টাকার অঙ্কটা কত এবং সেই টাকা কোথায় গেছে, তা খতিয়ে দেখবে ইডি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে