কলকাতা: আর জি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে এবার বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। পুলিশের বিরুদ্ধে তদন্তের নামে নিহতের ভিসেরা বদলে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। 


রাজ্যের বিরোধী দলনেতার কথায়, মুছে ফেলা হয়েছে রক্তের দাগ, সিজার লিস্টেও কারচুপির অভিযোগ। প্রমাণ লোপাটে ওয়াশ বেসিনও বদলে দেওয়ার অভিযোগ শুভেন্দুর। অন্য জায়গা থেকে দেহ সেমিনার রুমে এনে রেখে দেওয়ারও অভিযোগ। পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এক্স পোস্টে এই অভিযোগ করেছেন তিনি। 


এর আগে আরজি করকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সিবিআই এর ডিরেক্টরিকেও চিঠি দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কাছে  আরজি কর মেডিক্যালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 






অজয় ভাল্লাকে লেখা চিঠিতে বিরোধী দলনেতা লিখেছেন, কলকাতা পুলিশ প্রথমে একটা নকল তদন্ত শুরু করেছিল। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। যে কায়দায় হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। হাওড়া ও কামারহাটি থেকে লোক সেখানে এসেছিল।                                                                                                                


আরও পড়ুন, RG Kar নিয়ে তৃণমূলে বাড়ল অস্বস্তি? পুলিশ কমিশনারের গ্রেফতারি চাইলেন সুখেন্দুশেখর রায়


পুলিশকে কাঠগড়ায় তুলে শুভেন্দু অধিকারী চিঠিতে লিখেছেন, নিজেদের দায়িত্ব পালনে পুলিশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। নাগরিকদের সুরক্ষা দেওয়ার বদলে, তাঁরা নিজরাই শৌচালয়ে গিয়ে লুকিয়ে পড়ে। 


 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে