কলকাতা: প্রতিবাদ মিছিলের পর উত্তরের কণ্ঠের আহ্বয়ককে মারধরের অভিযোগ। এবার সেই ঘটনার প্রতিবাদে পথসভার আয়োজন বাগবাজারে। প্রতিবাদে সামিল হল সমাজের সব স্তরের মানুষ। আর জি কর মেডিক্য়ালের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত চিকিৎসকদের মিছিলে অংশগ্রহণ করেন সমাজের সমস্ত স্তরের মানুষ। সেই মিছিল থেকে ফেরার পথেই বাগবাজারে উত্তরের কণ্ঠের অন্য়তম আহ্বয়ক দেবজ্য়োতি করকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের কিছু সমর্থকদের বিরুদ্ধ। সেই ঘটনার প্রতিবাদে বুধবার পথে নেমে প্রতিবাদ করল উত্তরের কণ্ঠ সহ নাগরিক সমাজ।
মারধরের অভিযোগ: আর জি করকাণ্ডে দ্রুত বিচার-সহ একাধিক দাবিতে, ফের কলকাতায় চিকিৎসকদের মিছিল। জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরসের ডাকে, কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন মিছিলে পা মেলায় প্রায় ৬০ টি সংগঠন। আর সেই মিছিল থেকে ফেরার পর আক্রমণের অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল সমর্থকরা। উত্তরের কণ্ঠের অন্য়তম আহ্বয়ক দেবজ্য়োতি কর বলেন, "এই অঞ্চলে প্রতিদিন একটা্ আড্ডা বসে। যাঁরা ওখানে বসেন তাঁরা শাসক দল ঘনিষ্ঠ বলেই পরিচিত। ওঁদের মধ্যে একজন প্রশ্ন করে আজকে মিছিল ছিল নাকি? আমি বললাম আরজি করের ঘটনা নিয়ে ন্যায়বিচারের দাবিতে। প্রশ্ন করে কী হয়েছে আর জি করে। ওঁরা রীতিমতো তেড়ে আসেন। প্রায় ১২-১৩ জন ছিলেন। তার মধ্যে প্রায় ৭-৮ জন মারে। রাস্তায় ফেলে দেয়। চশমা ভেঙে দেয়। জিডির ভিত্তিতে শ্যামপুকুর থানা নিজেরা একটা FIR করে। পাঁচ দিন সময় পেয়ে পুলিশ সন্দীপ ঘোষকে জেরা করতে পারেনি। সেই পুলিশকে কী বলব? ভরসা রাখছি। নাগরিক হিসেবে যেটুকু কর্তব্য।''
আজ সিনিয়র-জুনিয়র বৈঠক: পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? নাকি অন্য কোনও পথ? আন্দোলনের রূপরেখা নিয়ে আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক হওয়ার কথা। ধর্মতলার মহা সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবিতে প্রয়োজনে ‘দিল্লি চলো’র অভিযান, জুনিয়র ডাক্তারদের নিশানায় রাজ্য সরকার থেকে সিবিআই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'আমরা সব কাজ করি, ধর্ম-কর্মও মানি' উৎসব-ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর