RG Kar Verdict : RG কর-মামলায় রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়লেন নির্যাতিতার মা-বাবা, 'সঞ্জয় রায়, একা আমার মেয়েকে...' !
Victims Parent On RG Kar Verdict: আর জি কর-মামলার রায়ের পর ক্ষোভে ফেটে পড়লেন, কী প্রতিক্রিয়া নির্যাতিতার মা-বাবার ?

কলকাতা: আর জি কর-মামলায় চিকিৎসক ধর্ষণ-খুনে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। যদিও 'মেলেনি বিচার', রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়লেন নির্যাতিতার মা-বাবা।
সাংবাদিক: আপনারা কি আজকে বিচার পেলেন ?
নির্যাতিতার মা: আমরা চেয়েছিলাম, দোষীরা ধরা পড়ুক।
নির্যাতিতার বাবা: নানা, বিচার পাইনি।
নির্যাতিতার মা: এই যে আজকে বিচারক বললেন যে, এটা Rarest of rare case , আমি মনে করছি না। কিন্তু আমি মনে করছি এটা বিরলের মধ্যে বিরলতম। কারণ আমার মেয়ে সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় ছিল। সিবিআই প্রমাণ করতে পারল না যে, এটা বিরলতম মামলা। সিবিআই এর ব্যর্থতা। আমার ক্ষতি কেউ পূরণ করতে পারবে না। ভগবান আমাকে একটা হিরে দিয়েছিল। সেটা আমি হারিয়ে ফেলেছি। সেটা কি কেউ পূরণ করতে পারে ? সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, শুধু সন্তানের মেধা থাকলে হবে না, বাবা-মাকে প্রভাবশালীও হতে হবে। সঞ্জয় রায়ের শাস্তি হিসেবে যেটা বিচারক ভাল মনে করেছেন, সেটাই দিয়েছেন। আমরা ওর কিছুই চাইনি।ও একা আমার মেয়েকে খুন করেনি। সেটাই আমি মনে করি। প্রথমদিনও মনে করেছিলাম। এখনও মনে করি।
আর জি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। চিকিৎসক ধর্ষণ-খুনে সিভিক ভলান্টিয়ারের আমৃত্যু কারাদণ্ড। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, এদিন বলেন বিচারক । নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন। 'কর্মস্থলে চিকিৎসকের মৃত্যু, তাই রাজ্যকে আর্থিক সাহায্য দিতে হবে', সরকারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ আদালতের। যদিও রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়লেন চিকিৎসকের মা-বাবা।' আমরা কোনও আর্থিক সাহায্য চাইনি। ক্ষতিপূরণ নয়, বিচার চাই', বিচারককে বললেন নিহত চিকিৎসকের পরিবার।
আরও পড়ুন, পার্ক সার্কাস স্টেশনের কাছে বিধ্বংসী আগুন ! দাউদাউ করে জ্বলছে তিলজলার কারখানা, বন্ধ ট্রেন..
বিচারের নামে প্রহসন, রায় নিয়ে তীব্র ক্ষোভ চিকিৎসকদের। আর জি কর-কাণ্ডে শিয়ালদা কোর্টের রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রীও । আমার হাতে থাকলে আগেই ফাঁসির অর্ডার করাতে পারতাম, এদিন বলেন মুখ্যমন্ত্রী।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)























