কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : নন্দনে (Nandan) দেখানো সিনেমার তালিকায় ‘অপরাজিত’ স্থান না পাওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। পথের পাঁচালির (Pather Panchali) নির্মাণ ঘিরে অনীক দত্তর ছবি ‘অপরাজিত’ (Aparajito)। তৃণমূল নেত্রী সায়নী ঘোষের দাবি নন্দন কর্তৃপক্ষের উচিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। পাশাপাশি সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে নির্মিত সিনেমা দেখানো নন্দন কর্তৃপক্ষের দায়বদ্ধতা বলেও মনে করেন অপরাজিত-তে সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের আদলে তৈরি চরিত্রে অভিনয় করা সায়নী ঘোষ। তৃণমূল নেত্রী সায়নী ঘোষ যখন সরকারি প্রেক্ষাগৃহর বিরুদ্ধেই নৈতিক বিচার চাইছেন, তখন নন্দন কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসু (Anjana Basu)। এ বিষয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি নন্দন কর্তৃপক্ষের।


সায়নীর ক্ষোভ


'নন্দন কর্তৃপক্ষের তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। নন্দন যেমন অপরাজিত ডিসার্ভ করে তেমনই অপরাজিতও নন্দন ডিসার্ভ করে। একাধিক কারণে সিনেমা স্থান পায়নি বলে জানছি, কিন্তু আসল ঠিক কী কারণ জানি না।' পাশাপাশি ফের একবার অনীক দত্তের সিনেমা নন্দনে স্থান না পাওয়া প্রসঙ্গে সায়নীর সংযোজন, 'অনীক দত্ত নিজের কপাল নিয়ে এসেছেন।'


প্রসঙ্গত, অনীক দত্তের ভবিষ্যতের ভূত চলচ্চিত্র নন্দনে স্থান না পাওয়া নিয়ে বিক্ষোভে অংশ নিয়ে তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সায়নী ঘোষের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছিল।


অঞ্জনা বসুর নন্দনকে সমর্থন


বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসু গোটা ঘটনার মাঝে নন্দন কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, 'বিশ্ববন্দিত সত্যজিৎ রায়কে সম্মান জানিয়ে যে সিনেমা তৈরি তা নন্দনে দেখানো হবে না এমনটা বিশ্বাস করি না। একসঙ্গে অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ করেছে। তাই সম্ভবত ঠিকমতো সম্মান প্রদর্শনে যাতে ব্যাঘাত না ঘটে তাই হয়তো এক্ষুণি দেখানো হচ্ছে না। আশা রাখি দ্রুতই অপরাজিত নন্দনে দেখানো হবে।'


আরও পড়ুন- বিজয়া রায়ের মতো একজন শিক্ষিত, প্রগতিশীল, আধুনিক চরিত্র ফুটিয়ে তোলা চ্যালেঞ্জিং ছিল: সায়নী