কলকাতা: সল্টলেকের (Saltlake) AH ব্লকে লুঠের চেষ্টা, পুলিশকে কামড়ে, ৪৮ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সোমবার যে বাড়িতে দুষ্কৃতীরা লুঠের চেষ্টা করে, সেই বাড়ি গ্রিল দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে। এলাকায় পেট্রোলিং বন্ধ। তাই নিজেরাই নিরাপত্তার ব্যবস্থা করছি, দাবি বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, গত ৪ মাসে এই এলাকায় ৩-৪ বার চুরি অথবা চুরির চেষ্টা হয়েছে। এরপরেও উদাসীন পুলিশ-প্রশাসন। নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত AH ব্লকের (Saltlake AH Block) বাসিন্দারা।


আরও পড়ুন: Birbhum News: এবার পুরভোটের আগে রামপুরহাটে তৃণমূলে যোগদান বিজেপির যুব মোর্চা নেতার


অন্যদিকে অনলাইন শপিং সংস্থার গ্রাহকদের প্রতারণার অভিযোগ উঠল সল্টলেকে। রিফান্ডের টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে ফেলার অভিযোগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে গ্রেফতার সংস্থারই ক্যাশিয়ার। অনলাইন শপিং সংস্থা থেকে টাকা রিফান্ডের নামে প্রতারণার অভিযোগ। সংস্থার ম্যানেজারই অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে। গ্রেফতার সংস্থার ক্যাশিয়ার। এই অনলাইন শপিং সংস্থার অফিস সল্টলেকের সেক্টর ফাইভে। 


আরও পড়ুন: Anupam Hazra: পদ্মশ্রী প্রত্যাখ্যানকারীদের বঙ্গশ্রী দেওয়া হবে, কটাক্ষ অনুপম হাজরার


পুলিশ সূত্রে খবর, সংস্থার সল্টলেকের অফিসের একের পর এক অভিযোগ আসতে থাকে, গ্রাহকরা অনলাইন সংস্থা থেকে কেনা কোনও জিনিস রিটার্ন করলেও টাকা ফেরত পাচ্ছেন না। সংস্থার ম্যানেজারের তরফে বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে গত ১৬ ডিসেম্বর অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে সংস্থার ক্যাশিয়ার সুশান্ত অধিকারীকে গ্রেফতার করেছে।


এই একই দিনে আনন্দপুর থানা এলাকায় এক মার্বেল ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল রাতে দোকানে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। ওই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


পাশাপাশি পারিবারিক বিবাদের জেরে বিমানবন্দর থানা এলাকার কালী পার্কে কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। গ্রেফতার নিহতের ভাইপো, বাবা, ভাই সহ ৪ জন। কাকার ছোট দুই ছেলে মেয়ের সামনেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ