Jobs And Recruitments: ডিআরডিও (DRDO) অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বৈজ্ঞানিকদের নিয়োগ করবে। রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টারের অধীনে এই নিয়োগ করা হবে। DRDO RAC- এর অফশিয়াল ওয়েবসাইট rac.gov.in এখানে গিয়ে আগ্রহী এবং যোগ্য (ডিআরডিও- র শররাবলী অনুসারে) প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অনলাইনেই আবেদন করা যাবে। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার প্রক্রিয়া। আর তা চালু থাকবে ১৭ নভেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, মোট ৫১টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ ৫১ জন বৈজ্ঞানিককে নিয়োগ করতে চলেছে DRDO RAC. 


কোন পর্যায়ের বিজ্ঞানীর জন্য কতগুলি শূন্যপদ



  • সায়েন্টিস্ট এফ- ২টি শূন্যপদ

  • সায়েন্টিস্ট ই- ১৪টি শূন্যপদ

  • সায়েন্টিস্ট ডি- ৮টি শূন্যপদ

  • সায়েন্টিস্ট সি- ২৭টি শূন্যপদ 


কোন পর্যায়ের বৈজ্ঞানিকদের বেতন কত হতে পারে



  • সায়েন্টিস্ট এফ- ১,৩১,১০০ টাকা

  • সায়েন্টিস্ট ই- ১,২৩,১০০ টাকা

  • সায়েন্টিস্ট ডি- ৭৮,৮০০ টাকা

  • সায়েন্টিস্ট সি- ৬৭,৭০০ টাকা 


DRDO RAC বৈজ্ঞানিক নিয়োগ, কীভাবে আবেদন করবেন



  • প্রথমে rac.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এটি RAC- র অফিশিয়াল ওয়েবসাইট। 

  • হোমপেজে থাকবে DRDO RAC Scientist Recruitment 2023 এই লিক, সেখানে ক্লিক করতে হবে।

  • এবার রেজিস্ট্রেশন ডিটেলস দিয়ে প্রার্থী নিজেকে রেজিস্টার করবেন।

  • অ্যাকাউন্টে লগ-ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।

  • অ্যাপ্লিকেশন ফর্ম ফিল-আপের প্রক্রিয়া মিটে গেলে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।

  • সবশেষে সাবমিট অপশনে ক্লিক করার পর ডাউনলোড করে নিতে হবে ওই পেজটি।

  • ভবিষ্যতে নিজের প্রয়জনের জন্য অ্যাপ্লিকেশন ফর্মের একটি কপিও রাখতে হবে। 


আরও একটি চাকরির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে ২১ অক্টোবরেই


India Exim Bank ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করবে। eximbankindia.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। মোট ৪৫টি শূন্যপদের জন্য নিয়োগ করবে India Exim Bank. রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ২১ অক্টোবর এবং তা চালু থাকবে ১০ নভেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, চলতি বছর ডিসেম্বর মাসে হতে চলেছে লিখিত পরীক্ষা। এই চাকরির ক্ষেত্রে ব্যাঙ্কিং অপারেশনের জন্য রয়েছে ৩৫টি শূন্যপদ। ডিজিটাল টেকনোলজির ক্ষেত্রে রয়েছে ৭টি শূন্যপদ। এছাড়াও রাজভাষার জন্য রয়েছে ২টি শূন্যপদ। আর অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে একটি শূন্যপদ রাখা হয়েছে। ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করার জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে। তারপরে থাকবে ইন্টারভিউ পর্ব। লিখিত পরীক্ষা হবে অনলাইনে। কিন্তু কোথায় সেই পরীক্ষা নেওয়া হবে তা প্রার্থীদের জানানো হবে কল লেটারের সঙ্গে। যাঁরা মূল পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁরা ইন্টারভিউ পর্বে ডাক পাবেন। সম্পূর্ণ পারফরম্যান্সের ভিত্তিতে অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের পর একজন প্রার্থী যা ফল করবেন সেই অনুসারে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- মেয়ের সঙ্গে 'নিট' পাশ নিউরোসার্জেন বাবার, সাফল্যের দুরন্ত কাহিনি উত্তরপ্রদেশের বাবা-মেয়ের


Education Loan Information:

Calculate Education Loan EMI