সন্দেশখালি: ফের সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দৃষ্টি আকর্ষণ। বিচারপতি বি.আর. গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ সন্দেশখালির মহিলাদের একাংশের। নতুন আবেদনপত্র দাখিল সর্বোচ্চ আদালতে। মূল মামলার সঙ্গে একত্রে শুনানির আর্জি। আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আপনারা কি তদন্ত সমর্থন করছেন? প্রশ্ন বিচারপতির। আমরা স্বাধীন তদন্ত চাই, জানালেন আবেদনকারীরা।


সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন সন্দেশখালির মহিলাদের একাংশ


বারবার শিরোনামে উঠে আসছে উত্তর ২৪ পরগনার এই এলাকা সন্দেশখালি। সন্দেশখালিকাণ্ডে স্বাধীন তদন্তের দাবিতে এবার, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন সন্দেশখালির মহিলাদের একাংশ। নতুন আবেদনপত্রও দাখিল করা হল সর্বোচ্চ আদালতে। উল্লেখ্য়, গত ১০ই এপ্রিল, হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, সন্দেশখালিতে জমি দখল, ধর্ষণ, চাষের জমি কেড়ে নেওয়ার মতো মারাত্মক যেসব অভিযোগ উঠেছিল, সেই সব ঘটনায় তদন্ত করবে CBI.হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।  গত ২৯ এপ্রিল, হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ।  


' CBI জমি দখলের তদন্ত করলে, রাজ্য় সরকারের আপত্তি কোথায়?'


সর্বোচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দেয়,মামলা বিচারাধীন বলে তদন্ত বিলম্বিত করা যাবে না। পাশাপাশি, রাজ্য় সরকারের উদ্দেশ্য়ে কড়া প্রশ্ন তুলে বেঞ্চ বলে, রাজ্য় সরকার কেন কিছু ব্য়ক্তিগত লোকের স্বার্থরক্ষা করতে সুপ্রিম কোর্টে এসেছে? CBI জমি দখলের তদন্ত করলে, রাজ্য় সরকারের আপত্তি কোথায়? এই মামলায় অতিরিক্ত তথ্য পেশের জন্য সর্বোচ্চ আদালতের কাছে ২ সপ্তাহ সময় চায় রাজ্য সরকার। মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে ধার্য করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলাতেই একই আজ সুপ্রিম কোর্টের একই বেঞ্চে কয়েকজন নারীর হস্তক্ষেপের আবেদনের কথা বলা হয়।


আরও পড়ুন, টাকা দিয়ে পাওয়া চাকরি বেশিদিন বাঁচবে না, TMC নেতাদের কলার ধরে আদায় করুন : সুকান্ত


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।