সঞ্চয়ন মিত্র, কলকাতা : সন্দেশখালিতে আইপিএস অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য করার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মন্তব্য় শুনে ক্ষোভে ফেটে পড়লেন IPS অফিসার যশপ্রীত সিং। নিজের কর্তব্যে অবিচল থেকে তিনি প্রশ্ন তোলেন, 'একজন পুলিশ অফিসার, যিনি পাগড়ি পরে আছেন, তাঁকে আপনি খালিস্তানি বলছেন?' এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির উদ্দেশে আক্রমণ শানান অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আর এবার বিজেপির বিরুদ্ধে পথে নামলেন পাঞ্জাবি সমাজের সদস্যরা।
এর পর, মঙ্গলবারই মুরলীধর সেন লেনে বিজেপি পার্টি অফিসের সামনে, বিক্ষোভ দেখান শিখ ধর্মাবলম্বীদের একাংশ। বিক্ষোভকারী গুরমিত সিংহ বলেন, ' আমরা চাই এই নিয়ে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষমা চান।' বুধবারও মহাত্মা গাঁধী রোডের গুরুদ্বার থেকে মিছিল করেন তাঁরা। মুরলিধর সেন লেনে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখান পাঞ্জাবি মানুষরা।
'খালিস্তানী' মন্তব্যের প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার একটি ভিডিও পোস্ট করেন। সেই সঙ্গে লেখেন, 'সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে মমতা বন্দ্য়োপাধ্যায় লেখেন, ' আজ বিজেপির নির্লজ্জ বিভাজনের রাজনীতি সাংবিধানিক সীমা পেরিয়ে গেছে। বিজেপির মতে, যারা পাগড়ি পরেন তাঁরা সবাই খালিস্তানি।' যদিও, এই অভিযোগ অস্বীকার করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, পাকিস্তানি, খালিস্তানি এইসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না। পাশাপাশি, তিনি এও অভিযোগ করেন, কর্তব্যরত আইপিএস মুখ্যমন্ত্রীর কাছে নম্বর বাড়ানোর জন্য এসব করছে।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,'পুলিশ সংযত ভূমিকা পালন করেছে। বিজেপি এইগুলো করে বলেই তো, ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সবকটাকে ধরে তুলে বের করে দেওয়া। '
মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে, ধামাখালিতে শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ। সেখানেই বচসার সময় আইপিএস অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য করার অভিযোগ ওঠে। তারপরই এই নিয়ে কর্তব্যরত আইপিএস ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মধ্যে তরজা শুরু হয়।
আরও পড়ুন, শাঁখ, উলুতে সন্দেশখালিতে পা, 'কাঁদনি মা কাঁদনি' বৃদ্ধাকে বুকে টানলেন শুভেন্দু
এই ইস্য়ুতে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন,' রাজনীতির বাজার সাজাতে গিয়ে, বিজেপি যে ঘৃণার চাষ করছে, তার বিষ সমাজে ছড়িয়ে পড়েছে। এই বিষে অন্ধ হয়ে যাওয়া লোকজন না কৃষক দেখছে, না জওয়ান, না খাকির সম্মান। দেশ IPS অফিসার যশপ্রীত সিংহের সঙ্গে আছে।'