পার্থ প্রতিম ঘোষ, সন্দেশখালি: সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) শাহজাহান বাহিনীর জোর করে জমি দখলের অভিযোগের সত্যতা প্রমাণিত হতেই শুরু হল জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া। ১৩০ জনকে জমি ফেরত দিল জেলা প্রশাসন। 


জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া: কেউ চাষ করে জীবিকা নির্বাহ করতেন। কারও বা ছিল নিজস্ব মাছের ভেড়ি। কিন্তু, শেখ শাহজাহানের জমানায় সবই দখল হয়ে গেছে বলে অভিযোগ। বিঘার পর বিঘা জমি দখল করে ভেড়ি সাম্রাজ্য গড়ে তুলেছিলন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা। অভিযোগ, জোর করে জমি নিয়ে তৈরি হয় মাছের ভেড়ি। এমনকী, বাচ্চাদের খেলার মাঠও কেড়ে নিয়েছিলেন তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরা। এমনই অভিযোগ তুলেছিলেন সন্দেশখালির বাসিন্দারা।


সন্দেশখালি অশান্ত হয়ে ওঠার পর, অভিযোগ শোনার জন্য় গ্রামে গ্রামে ক্য়াম্প করেছিল প্রশাসন। সেই ক্যাম্পগুলিতেই জমি সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। আর সন্দেশখালিতে শেখ শাহজাহান (Seikh Shahjahan) বাহিনীর জমি দখল ইতিমধ্যেই সেঞ্চুরি পার করে ফেলেছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৩০ জনকে জমি ফেরত দিল প্রশাসন। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় শয়ে শয়ে অভিযোগ জমা পড়ছে। প্রশাসন সূত্রে খবর, বেশিরভাগ অভিযোগই সত্যি। তাই অভিযোগ জমা নেওয়ার পাশাপাশি চলছে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়াও। প্রশাসন সূত্রে খবর, জমি জবরদখলে একদিকে শেখ শাহজাহান বাহিনী সেঞ্চুরি পার করেছে। আরেক দিকে নোনাজল ঢুকিয়ে চারশোরও বেশি জমি নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই সমস্ত জমিও ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। এর আগে গত সপ্তাহে ৯ জনের জমি ফেরত দিয়েছিল প্রশাসন।


অন্যদিকে, সন্দেশখালিতে গণ-বিক্ষোভের জেরে তড়িঘড়ি শুরু হল ভাঙা সেতু বদলে ফেলার কাজ। স্থানীয়দের দাবি, ২০০৯-এর আয়লায় ক্ষতিগ্রস্ত হয় ঝুপখালির বটতলা সেতু। ১৫ বছর ধরে প্রশাসনের কাছে দরবার করেও সুরাহা মেলেনি। গ্রামবাসীদের কথায় কর্ণপাতও করেননি শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিন-সহ এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতারা। গত শুক্রবার এই ভাঙা সেতু থেকে খালে পড়ে যান BDO অফিসের এক কর্মী। এখানেই ধাওয়া করা হয় তৃণমূল নেতা অজিত মাইতিকে। এরপর জমিদখল শুরু করে নানা অভিযোগের পাশাপাশি, আন্দোলনকারীরা সেতু তৈরির দাবিতে ফের সোচ্চার হন। এরপর গ্রামবাসীদের দিয়েই তৈরি করা হচ্ছে অস্থায়ী বাঁশের সাঁকো। স্থানীয়দের দাবি, কয়েকদিনের মধ্যে এখানে স্থায়ী সেতু তৈরির আশ্বাস দিয়েছে প্রশাসন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Job Seekers Agitation: নিয়োগের দাবিতে আন্দোলন, এবার রাজ্যকে হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদের