পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য, সৌভিক মজুমদার, কলকাতা: ইডি (ED) আধিকারিকদের উপর হামলার পর ৩ দিন কেটে গিয়েছে। এখনও খোঁজ নেই শেখ শাহজাহানের। সন্দেশখালির (Sandeshkhali) বিধায়ক দাবি করেছেন শাহজাহান (Sheikh Shajahan) এলাকাতেই আছেন। একই দাবি করেছেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। 


কী বলেছেন বিধায়ক?
সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, 'শেখ শাহজাহান এলাকাতেই আছে। মানুষ রটাচ্ছে যে পালিয়ে গেছে, বাংলাদেশ পালিয়ে গেছে, সীমান্তে পালিয়ে গেছে। এগুলো সব রটানো কথা।'


৩টি FIR হয়েছে, হামলার পরে ৩ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু সোমবার গভীর রাত পর্যন্ত গ্রেফতারি শূন্য। বেপাত্তা সন্দেশখালির 'বেতাজ বাদশা' তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাঁকে তাঁর অনুগামীরা 'বাঘ' বলে ডাকেন। কিন্তু এখন সেই 'বাঘ'ই বেপাত্তা।


কোথায় শেখ শাহজাহান?
এই প্রশ্নেই যখন তোলপাড় গোটা রাজ্য, তখন ফের বিস্ফোরক দাবি করলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক। সুকুমার মাহাতো বলেন, 'শেখ শাহজাহানের আইনজীবীরা ইডি দফতরে গিয়েছিল। আজও তাঁর আইনজীবীরা হাইকোর্টে যাবে। লোকাল প্রশাসন ভাববে যে কখন কাকে গ্রেফতার করতে হবে। প্রথম কথা তো তিনি বলছেন তো তিনি ছিলেনই না বাড়িতে। ঘটনা ঘটে যাওয়ার পর তিনি জানতে পারেন। তাঁকে গ্রেফতার করা হবে, সে যদি সরাসরি জড়িত থাকত। কিন্তু প্রত্যক্ষ-পরোক্ষ কোনওভাবেই জড়িত নয় এই ঘটনার সঙ্গে। তাহলে গ্রেফতারের প্রশ্নই নেই।'


সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির সামনে, ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার দিনই, একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয় ইডির তরফে। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়। ঘটনার সময় শেখ শাহজাহানের ফোনের টাওয়ার লোকেশনই বলছিল, তিনি বাড়ির ভিতরেই ছিলেন। যদিও তাঁর ভাই শেখ আলমগীরের দাবি, 'শেখ শাহজাহান তিনি কোথায় এটা তো আমি যথার্থভাবে বলতে পারব না কারণ আমার সঙ্গে যোগাযোগ হয়নি এখনও। আমার যেটা ধারণা উনি ফোনটা রেখে মোটামুটি বাইরে বেরিয়েছিলেন এতটুকুই জানি।'


তাহলে কি তৃণমূলের মদতেই গা ঢাকা দিয়ে রয়েছেন শেখ শাহজাহান? পুলিশের ছত্রছায়াতেই কি নিরাপদ ডেরায় রয়েছেন তিনি? 
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, 'যে প্রধানের নাম আমি বলেছি বেরমজুর জিপির। সেই প্রধান আজকে নিজে বলেছে তাঁর সঙ্গে ফিজিক্যাল দেখা হয়েছে। ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন। উনি সন্দেশখালিতে আছেন।' যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, 'আমরা শাহজাহানকে সমর্থন করছি, এই ধরনের কোনও স্টেটমেন্ট এই ধরনের কোনও স্ট্য়ান্ড পার্টির মধ্যে নেই।'


সন্দেশখালির ঘটনা নিয়ে নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্য় পুলিশের নবনিযুক্ত ডিজি রাজীব কুমার। তিনি বলেছেন, 'যিনিই আইন হাতে তুলে নিয়েছেন তাঁর বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব। আইন যেই ভেঙে থাকুক না কেন।'


শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'সামনে লোকসভা নির্বাচন, জনমতে একটা বিরাট প্রভাব পড়ছে বা পড়তে পারে, এই আশঙ্কা করে, মমতা ব্য়ানার্জি পুলিশের মাধ্য়মে ওকে সারেন্ডার করার জন্য় বলেছেন।'  


সোমবার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে দেখা গিয়েছে বন্ধ হয়ে পড়ে রয়েছে তাঁর বাড়ি।


আরও পড়ুন: ঘনিষ্ঠতা থাকলে পুরভোটে টিকিট দেওয়া হল না কেন? জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার শঙ্কর আঢ্যর