সমীরণ পাল, সন্দেশখালি:  শেখ শাহজাহান (Sheikh Shahjahan), শেখ শাহজাহানের দুই শাগরেদ, শিবু হাজরা (Shibu Hazra) ও উত্তম সর্দারের পর, সন্দেশখালির (Sandeshkhali) বুকে অভিযোগের তির আরও দুজনের দিকে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, এবং তৃণমূল নেতা অজিত মাইতির দিকে। এর মধ্যে অজিত মাইতিকে সোমবার গ্রেফতারও করেছে পুলিশ।  যদিও আগেই অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল (TMC)।

  


অজিত মাইতি দাবি করেছিলেন, 'আমি বলছি আমি কিছু নিইনি, কারও জমি নিইনি। তৃণমূলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা ভুল হয়েছে। উনি যতকিছু দুর্নীতি করেছেন, আমি ওনার সঙ্গে থেকে যেন পচা আলুর মতো হয়ে গেছি, এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে যে দুর্গন্ধ ছড়িয়ে যায়, সেই দাগটা আমার মধ্যে এসেছে।'                                                                              


এরই মধ্যে এবার বিস্ফোরক বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান তপন সর্দার। দুর্নীতি ধরে ফেলেছি বলেই হয়তো এবার টিকিট দেয়নি দল, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন প্রধান। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তপন সর্দার। জব কার্ডের টাকা না মেলার অভিযোগে আজ বেড়মজুরের দম্বলপাড়ায় তৃণমূলের প্রাক্তন প্রধানের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 


এদিকে, সন্দেশখালির মানুষদের অভিযোগ শুনতে সেখানে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। অজিত মাইতি প্রসঙ্গে তৃণমূলের মন্ত্রীর সাফ বক্তব্য ছিল, 'অঞ্চল সভাপতি কোথায় অজিত মাইতিকে তো আমরা সরিয়ে দিয়েছি। যাঁরা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। অন্যায় করলে মানুষের ক্ষোভ রাগ হবে, খুব স্বাভাবিক'। 


এরই মধ্যে বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধানের এহেন 'দুর্নীতি' স্বীকারের কথা প্রকাশ্যে আসতেই ফের শোরগোল।                                   


আরও পড়ুন, উপচে পড়ছে রাম মন্দিরের কোষাগার, টাকা গুনতে অত্যাধুনিক মেশিন বসাল SBI


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে