সমীরণ পাল, সন্দেশখালি : একদিকে যখন সন্দেশখালি পৌঁছনোর আগেই আটকানো হল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে, তখনই সন্দেশখালিতে গ্রাউন্ড জিরোয় তৃণমূলের প্রতিনিধি দল। তারা বৃহস্পতিবার থেকেই ঘুরে বেড়াচ্ছে গ্রামের বাড়ি বাড়ি। কারা এঁরা ?
বৃহস্পতিবার থেকেই স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি ঘুরছে ৩ সদস্যের এই প্রতিনিধি দল। তাঁরা শুনছেন গ্রামবাসীদের অভাব অভিযোগ। উত্তম সর্দারের নামে কী কী অভিযোগ, তাঁর কাছ থেকে কত টাকা পান গ্রামবাসীরা, তা জানার চেষ্টা করছেন তাঁরা। শিবু হাজরার কাছ থেকে কেউ টাকা পান কিনা, তাও নাকি জানতে চাইছেন তৃণমূলের এই প্রতিনিধি দলের সদস্যরা।
এই দলে রয়েছেন,সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার, সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ দাস এবং সন্দেশখালি পঞ্চায়েত সমিতির এক মহিলা সদস্যা। দাবি, টাকা বকেয়া থাকলে, উত্তম সর্দারের পরিবারের তরফে তা মিটিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন সন্দেশখালির বিধায়ক।
এর আগেও বিক্ষোভকারীদের অভিযোগেই আংশিক সিলমোহর দিয়েছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলেছিলেন, 'আমরা পুলিশকেও বলেছি, যে ওদের ডেকে টাকা ফেরত দিতে হবে। এবং কী কথা আছে ওদের? কথাগুলো আরা ক্য়াম্প করে শুনে নিশ্চয়ই তাদের টাকা ফেরত দেব।' গত ৯ ফেব্রুয়ারি সুকুমার বলেছিলেন, ' আমরা উত্তম সর্দারকে ডেকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছি, টাকা ফেরত দিতে হবে ইমিডিয়েটলি। ' সেই কথার রেশ টেনেই শুক্রবারও সুকুমার মাহাতো জানালেন, পার্টির তরফে তথ্য সংগ্রহ করা হচ্ছে কারা কারা উত্তম সর্দারের থেকে টাকা পায়। তার একটা তালিকাও তৈরি হচ্ছে। এরপর উত্তম সর্দারের পরিবারের থেকে টাকা নিয়েই সেই বাকি মেটানো হবে।
আরও পড়ুন :
পরীক্ষাকেন্দ্র থেকে হলে নিষিদ্ধ কী কী?
শেখ শাহজাহানের ২ শাগরেদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ, ভেড়ির জন্য জমি দিলেও, মেলেনি টাকা। এছাড়াও মহিলাদের উপর নির্যাতনের অভিযোগও উঠেছে এই উত্তমের বিরুদ্ধে। ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। কার্যত এই উত্তমের বিরুদ্ধে একের পর এক মহিলা মুখ খুলছেন। ভয়ঙ্কর সব অভিযোগ সামনে আসছে। ধৃত সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তমের বিরুদ্ধে জোর করে আটকে রাখা, শ্লীলতাহানি, গুরুতর আঘাত, মহিলাকে কটূক্তি, হুমকি এবং যৌথ ষড়যন্ত্রের ধারায় মামলা হয়েছে।
আরও পড়ুন, কৃষক আন্দোলনের মধ্যেই পাঞ্জাব সফরে যাচ্ছেন মমতা, স্বর্ণমন্দিরে পুজো নিবেদন