রঞ্জিত সাউ, কলকাতা: সন্দেশখালিকাণ্ডে '৭ দিনের মধ্যেই গ্রেফতার হবে', সদ্য দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিকে কুণালের ৭দিনের ডেডলাইনের আরও দুটো দিন পার। কোথায় সন্দেশখালিরকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান? বাকি আর ৫দিন! এনিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 


এদিন দিলীপ ঘোষ বলেন,'কুনাল ঘোষ বলার কে ? যে ১০ দিনে ধরবে, সাত দিনে ধরবে। উনি কি পুলিশ অফিসার নাকি উনি ডিজি না আইজি। রাজীব কুমার কি বলেছেন, দশ দিনে ধরে দেবেন ? ওখানকার স্থানীয় মহিলারা পুলিশকে চুড়ি খুলে বলছেন, নিন এটা পড়ে নিন। আর আমাদের সুযোগ দিন, দুদিনের মধ্যে আমরা ধরে দেব। কিন্তু পুলিশ তো বলছে না, ক'দিনে ধরে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না শাহজাহান আটক হোক। হাতে আসুক পুলিশের। তাহলে অনেকের নাম আসবে, খুলে যাবে সমস্ত পোল।'  


মূলত আকাশে বাতাসে যখন ভাসছে, কেন ধরা পড়ছে না শেখ শাহজাহান ? 'নাকি ধরা হচ্ছে না ?' এমন প্রশ্নও উঠেছে। বিরোধীরা ইতিমধ্যেই শাসকদল ও পুলিশকে এরজন্য অভিযোগের কাঠগড়ায় তুলেছে। আর এবার এনিয়েও মুখ খুললেন বর্ষীয়ান বিজেপি নেতা। দিলীপের দাবি,'শেখ শাহজাহান ধরা পড়লে অনেকের নাম সামনে আসবে, সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হচ্ছে না।' 


সদ্য জেল থেকে বেরিয়েই এই বিষয়টি নিয়ে সরকারকে আক্রমণ করেছেন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক। বলেছেন, 'শেখ শাহজাহানকে গ্রেফতার করলে মমতা, অভিষেকের নাম আসতে পারে, তাই আড়াল..'। এদিন একইসুর দিলীপেরও। তিনি এই প্রসঙ্গে বলেন, 'আমাদেরও তাই মনে হচ্ছে তাদের বাঁচিয়ে রাখার কারণ একটাই তারা যদি ইডির হতে যায় অনেক কিছু বেরিয়ে আসবে। যারা এর বিরোধিতা করছেন প্রতিরোধ করছেন তাঁদেরকে বারবার অ্যারেস্ট করা হচ্ছে। '


আরও পড়ুন, 'মমতার পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান', বিস্ফোরক শুভেন্দু


এদিকে এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি তুলেছেন। তিনি বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান। গতকাল রাতেই বেড়মজুর থেকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে, সোশাল মিডিয়ায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। তবে আজই সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, 'সিবিআই, ইডি বা রাজ্য পুলিশ, যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে।' তাহলে এবার শুধুই সময়ের অপেক্ষা।