কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (RG kar doctor death case) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) সহ ধৃত চারজনকে আট দিনের জন্য সিবিআই হেফাজতে (CBI custody) পাঠানোর নির্দেশ দিলেন বিচারক। মঙ্গলবার দুপুরে তাঁকে সহ বাকি ধৃতদের নিজাম প্যালেসে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করা হয়। 


মঙ্গলবার নিজাম প্যালেসের সামনে সন্দীপকে দেখেই চোর চোর স্লোগান ওঠে। আদালতে পেশের সময়েও সন্দীপকে দেখে বিক্ষোভ দেখান আইনজীবীরা। প্রায় ১৫০ ঘণ্টা জেরার পর গ্রেফতার হন আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। তাঁর সঙ্গে গ্রেফতার হয় দেহরক্ষী ও মেডিসিন সাপ্লায়ার সহ সন্দীপ ঘোষ তিন জন। আজ সন্দীপকে দেখেই কোর্টের বাইরে ও ভেতরে চোর চোর স্লোগান দিতে থাকেন আইনজীবীরা।


আরও পড়ুন: West Bengal Aparajita Bill 2024: RG কর কাণ্ডের জের, বিধানসভায় পাস ধর্ষণবিরোধী 'অপরাজিতা বিল', দেশের মধ্যে এই প্রথম


আজ বিশেষ আদালতে হাজির করে সন্দীপ ঘোষ-সহ ৪জনকে হেফাজতে চেয়ে সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন, "যা তথ্যপ্রমাণ আছে, তা যাচাই করতে দীর্ঘ জেরার প্রয়োজন। জেরায় আরও জট খুলতে পারে, মিলতে পারে মূল অপরাধের সূত্র। যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দীপ ছাড়া বাকি ৩ জন বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার।"


সিবিআইয়ের তরফে হেফাজতের আবেদন জানানোর পর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তিনজন জামিনের আবেদন করেন। কিন্তু, জামিনের আবেদন করেননি সন্দীপ ঘোষ।


আরও পড়ুন: Mamata Banerjee: 'ধর্ষণ জাতীয় লজ্জা, ব্যাধি, সমাজ সংস্কার, জাগরণের প্রয়োজন রয়েছে', বিধানসভায় বললেন মমতা


জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার হয় সন্দীপ ঘোষ। আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় গ্রেফতার করা প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষী আফসার আলি, আরজি কর মেডিক্যালের ২ জন ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিংহ। ধৃতদের একাধিক ঠিকানায় আগেই তল্লাশি চালায় সিবিআই। এর মধ্যেই  সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য দিল্লিতে আবেদন জানিয়েছে আইএমএ রাজ্য শাখা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Suvendu Adhikari :বিধানসভায় পেশ ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল, ভোটাভুটি চাই না, পূর্ণ সমর্থন শুভেন্দুর