কলকাতা : আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষাপটে, আজ বিধানসভায় ধর্ষণবিরোধী কড়া বিল পেশ করল রাজ্য় সরকার। এই বিলে ধর্ষণ করে খুন অর্থাৎ আর জি কর মেডিক্য়াল কলেজের মতো ঘটনার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সংস্থান রয়েছে। নতুন এই বিলের নাম, অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪। ভারতীয় ন্য়ায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে, বাংলার ক্ষেত্রে, সেই আইনে কিছু সংশোধনী আনার প্রস্তাব রয়েছে এই বিলে। এদিন বিল পেশের পর বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা পরিষ্কার জানিয়ে দেন, বিলকে পূর্ণ সমর্থন করছি। কোনও ভোটাভুটি চাই না।
শুভেন্দু অধিকারী বললেন, 'বিলকে আইনে পরিণত করার দায়িত্ব রাজ্য সরকারের। আইনে পরিণত করার দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর। আমরা যত দ্রুত সম্ভব এই বিল আইনে পরিণত হোক চাই। আমরা কোনও ধরনের বিরোধিতা করব না'। বিরোধী দলনেতা আরও বলেন, 'মুখ্যমন্ত্রী বিধানসভায় যা বলবেন বিনা প্রতিবাদে শুনব।'
সেইসঙ্গে আর জি কর মেডিক্যালের ঘটনায় সরকার ও পুলিশের সমালোচনা করে বলেন, এই বিল পেশ করে মূল ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে সরকার। বিপুল জনরোষ, বিক্ষোভ থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে সরকার'। তিনি আরও বলেন, 'বিল সিলেক্ট কমিটি না পাঠিয়ে আমরা চাই এক্ষুনি শাস্তি। আইনে পরিণত করতে বলব।'
কিন্তু শুধু সমর্থন জানিয়েই থামেননি বিরোধী দলনেতা । তিনি রাজ্যে ঘটে যাওয়া একের পর ধর্ষণের ঘটনার উল্লেখ করেন। সেই সঙ্গে প্রামাণ্য হিসেবে সামনে রাখেন বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টের প্রিন্ট আউট। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললন, ওই তথ্যগুলির সত্যাসত্য যাচাই না করে গ্রহণ করা যাবে না। শুভেন্দু পাল্টা যাচাই করার কথা বলেন। এই নিয়ে এক চোট তর্কাতর্কি লেগে যায়।
সূত্রের খবর, এই বিলে দ্রুত বিচারের বিধানের পাশাপাশি প্রত্যেক জেলায় বিশেষ আদালত ও অপরাজিতা টাস্ক ফোর্স তৈরির সংস্থান রাখা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করার জন্য় এই তদন্তকারী দলকে বিশেষ তদন্তকারী অফিসার ও রাজ্য সরকার যাবতীয় সাহায্য করবে। বিলে বলা হয়েছে, চার্জশিট জমা দেওয়ার ৩০ দিনের মধ্য়ে বিচারপ্রক্রিয়া শেষ করতে হবে।
আরও পড়ুন :
'দিদি পাঠিয়েছে, CM কে ফোন করুন' চড়া গলা, হুমকি বর্তমান অধ্যক্ষকে ! কে এই সন্দীপ ঘনিষ্ঠ আফসার?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে