অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা। দিনভর চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। রেলের আশা, জুলাইয়ের শুরুতেই শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারবে। 


বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম


ব্যস্ত সময়ে চরম ভোগান্তি। কোথাও সংক্ষিপ্ত করা হয়েছে রুট। সেইসঙ্গে দেরিতে চলাচল করছে ট্রেন। এই দুর্ভোগ চলবে রবিবার পর্যন্ত। কারণ, ১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। রবিবার দুপুর পর্যন্ত তা বন্ধ থাকবে। স্টেশনের বাকি ১৬টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল চালু থাকলেও, অনেক ট্রেন দেরিতে ঢুকছে। 


বেশ কিছু লোকাল ট্রেন বাতিল  


কিন্তু কথায় বলে, আগামীর সুখের জন্য বর্তমানে যন্ত্রণা ভোগ। শিয়ালদা সেকশনে প্রতিদিন ৮৯৪টি ট্রেন যাতায়াত করে। তার মধ্যে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেইমতো সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৮০৬। সেই ৮০৬টা ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা পর্যন্ত না গিয়ে দমদম, দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাত পর্যন্ত যাতায়াত করছে সেগুলি। 


কিছু দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে


চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে। সেগুলি হল,  শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস এবং আসানসোল এক্সপ্রেস। স্টেশন বদলালেও প্রতিটি ট্রেনের ছাড়ার সময় একই থাকছে। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জেরে যাত্রী ভোগান্তি কমাতে, রাজ্য সরকারের কাছে বেশি বাস চালানোর অনুরোধ জানানো হয়েছে রেলের তরফে। রেল সূত্রে খবর, রবিবার এই কাজ শেষ হলে, শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলি দমদমের দিকের অংশ ৬০ মিটার করে বাড়ানো হবে। তার জন্য চলতি মাসেই ফের ২-৩দিনের ট্রেন চলাচল বিঘ্নিত হবে। 


আরও পড়ুন, কিছু লোক বেইমানি করেছে : বিস্ফোরক বালুরঘাটের পরাজিত TMC প্রার্থী বিপ্লব, মুখ খুললেন উত্তম বারিকও


রেল সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শিয়ালদার একাধিক প্ল্যাটফর্মগুলিকে বড় করার কাজ চলছে। এতদিন ৯ কামরার ট্রেন চলত, এবার থেকে ১২ কামরার ট্রেন চলবে। এবং ১২ কামরার ট্রেন চলাচলের জন্য প্ল্যাটফর্ম বড় করার প্রয়োজন। প্রথম পর্যায়ের যে কাজ, অর্থাৎ প্ল্যার্টফর্ম কন্সট্রাকশনের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। পাশাপাশি ৬ জুন থেকে ৯ জুন অবধি চলবে ইন্টারলকিয়ের এবং সিগন্যালিঙের কাজ চলবে।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।