কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনেও তুমুল অশান্তি। রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। আসানসোলের বারাবনিতে তৃণমূল বনাম সিপিএম সংঘর্ষ। লাভপুরে আক্রান্ত বিজেপি কর্মী-নেতারা। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীদের মারধর। সব অশান্তির রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন। কেন মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না, প্রশ্ন কমিশনের। বোমা ও অস্ত্র উদ্ধারের ব্যাপারে কড়া নির্দেশ জেলাগুলিকে। 


মনোনয়ন পর্বে ফের অশান্তি: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। গতকাল থেকে শুরু হয়েছে মনোনয়ন পর্ব। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) দিন ঘোষণার পর মনোনয়ন পর্ব থেকেই ঝরল রক্ত। আর এটাই ফের একবার প্রশ্ন তুলে দিল। আদৌ শান্তিপূর্ণভাবে হবে ২০২৩-এর গ্রাম বাংলার ভোট? না কি আঠেরোর অ্যাকশন রিপ্লে দেখতে হবে রাজ্যবাসীকে? প্রথম দিনের পর দ্বিতীয় দিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে মনোনয়ন ঘিরে চলল দফায় দফায় অশান্তি।


ঠিক কী ঘটেছে?


পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। দফায় দফায় অশান্তি। সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডোমকলের সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বাম-কংগ্রেসের অভিযোগ, আজ সকালে মনোনয়ন জমা দিতে গেলে ডোমকল বিডিও অফিস ঘিরে রাখে তৃণমূলের সশস্ত্র বাহিনী। এই নিয়ে দু’পক্ষের মধ্যে মারপিট, ধস্তাধস্তি শুরু হয়। বাঁশ, লাঠি নিয়ে ধাওয়া করতে দেখা যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই প্রতিরোধ গড়ে তোলেন বাম-কংগ্রেস কর্মীরা। মিছিল করে গিয়ে তাঁরা মনোনয়ন জমা দেন। অশান্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) অসীম খানের নেতৃত্বে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র‍্যাফ, কমব্যাট ফোর্স। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ার। স্পষ্ট নির্দেশ ছিল বিচারপতি রাজাশেখর মান্থার। ডোমকলে তাও রাস্তায় সিভিক ভলান্টিয়ার। কী করে? উঠছে প্রশ্ন।


মনোনয়ন ঘিরে আসানসোলের বারাবনিতে উত্তেজনা। তৃণমূল ও সিপিএম কর্মীদের সংঘর্ষ। বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসার সময় দুই দলের সংঘর্ষ বাধে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল ও সিপিএম। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বীরভূমের লাভপুরে মনোনয়ন জমা দিতে আসার সময়, বিজেপি কর্মীদের মারধর, মণ্ডল সহ সভাপতির পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। লাভপুরের জামনা অঞ্চলের বিজেপির মণ্ডল সহ সভাপতি সোমনাথ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ২ বিজেপি কর্মী আহত। বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরে অশান্তি। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০  জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। 


আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?