কলকাতা : প্রথমে গ্রুপ ডি, তারপর নবম-দশমের শিক্ষক (Teachers Sacked)। প্রথম ধাপে ৬১৮ জন, তারপর আরও ১৫৭ জন 'অবৈধ' শিক্ষকের চাকরি গেল। স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) পক্ষ থেকে বিবৃতি জারি করে অবৈধ শিক্ষকদের তালিকা প্রকাশ করে তাঁদের চাকরি যাওয়ার তথ্য জানানো হয়েছে। এই তালিকায় বিভিন্ন বিষয় ভিত্তিক 'অবৈধ' শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের ভিত্তিতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বলেই জানানো হয়েছে। 


প্রসঙ্গত, ২০১৬-র ওএমআর শিট দুর্নীতি মামলায় গ্রুপ ডি-র ১৯১১জনের নিয়োগ বাতিল হয়। ২০১৬ সালের নবম-দশমে চাকরির পরীক্ষায় ব্যাপক গরমিলের অভিযোগ উঠেছিল। ৯৫২টি ওএমআর শিট বিকৃত, সাদা খাতা দিয়েও সার্ভারে কারও নম্বর ছিল ৫০, কারও ৫৩। ৯৫২জনের মধ্যে চাকরি বাতিলের পথে ৮০৫ জনের, প্রথম ধাপে চাকরি গিয়েছিল ৬১৮ জনের। এবার আরও ১৫৭ জনের চাকরি গেল। বিস্তারিত রইল সেই তালিকা..




আরও পড়ুন- নাম, রোল নম্বর, রিজিওন সহ তালিকা প্রকাশ্যে ; চাকরি গেল কাদের ?


প্রেক্ষাপট- গত মাসের ১০ ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গ্রুপ ডি'তে ১,৯১১ জনের চাকরি বাতিল হয়। চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। নিয়োগপত্র প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেন, ১,৯১১ জনের জায়গায় ওয়েটিং লিস্ট থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসকে। ওয়েটিং লিস্ট থেকে যোগ্য প্রার্থীদের নাম ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে। ৬ মার্চের মধ্যে নথি যাচাই করে সুপারিশ পত্র দেওয়ার কাজ শেষ করার চেষ্টা করতে হবে। ওয়েটিং লিস্টের প্রার্থীদের OMR শিটও যদি বিকৃত করা হয়ে থাকে তাদের নামও বাতিল করতে হবে। অবিলম্বে ১,৯১১ জনের বেতন বন্ধের নির্দেশও দিয়েছেন বিচারপতি। প্রয়োজনে ১,৯১১ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে CBI। স্কুলে ঢুকতে পারবেন না। দেশের কোন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন না। কোনও ক্ষেত্রেই আদালতের অনুমতি ছাড়া এদের পুলিশ ভেরিফিকেশন করা যাবে না। নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার পর নবম-দশমে অবৈধ শিক্ষকদের চাকরি যাওয়া শুরু হয় আদালতের নির্দেশের পর। প্রথমে ৬১৮ জনের চাকরি গিয়েছিল, তারপর আরও ১৫৭ জন অবৈধ শিক্ষকের চাকরি যাওয়ার ঘোষণা বিবৃতি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন।


Education Loan Information:

Calculate Education Loan EMI