কলকাতা: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে, আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার শুনানি। তার আগে, রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আবেদন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।                               

  


আর জি কর হাসপাতালের নিরাপত্তা CISF-এর হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিনতু, সেই আধা সামরিক বাহিনী প্রসঙ্গেই, রাজ্য় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে, সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল মোদি সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে, আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার শুনানি। তার আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে।                                                              


সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে তোলা হয়েছে অসহযোগিতার অভিযোগ। ২০ অগাস্ট, আর জি কর হাসপাতালের নিরাপত্তা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলও জানিয়েছিলেন, হাসপাতাল চত্বরকে সুরক্ষিত রাখার জন্য, এই সিদ্ধান্তে তাঁর কোনও আপত্তি নেই। 


এর পরের দিনই, হাসপাতালের নিরাপত্তায় দায়িত্ব নেয় CISF, কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছে, তাতে দাবি করা হয়েছে, আদালতের নির্দেশে হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে CISF। কিন্তু, সেখানে CISF জওয়ানদের থাকার কোনও ব্যবস্থা করা হয়নি। এর ফলে, CISF জওয়ানদের কাজ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। জওয়ানদের সেখানে পৌঁছতে প্রতিদিন প্রায় ১ ঘণ্টা পথ গাড়িতে যেতে হচ্ছে।                                  


আরও পড়ুন, আলিপুর কোর্ট থেকে বেরোতেই সন্দীপ ঘোষকে সপাটে চড়! চোর চোর স্লোগান


এর ফলে, কোনও জরুরি প্রয়োজনে অতিরিক্ত বাহিনী দেওয়া সম্ভব হবে না। আর জি কর হাসপাতালে মোতায়েন ৯৭ জন CISF জওয়ানের মধ্যে ৫৪ জন মহিলা। তাঁদের জন্য যথাযত কোনও ব্যবস্থা নেই। নিরাপত্তা সরঞ্জাম রাখার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে CISF-এর জন্য ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। রাজ্য সরকার তা না করলে, তাদের বিরুদ্ধে অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিত। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে