অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে (Alipurduar) শ্যুটআউট, হোটেলের বাউন্সারকে গুলি করে খুন। হোটেলের বাউন্সার খুনে গ্রেফতার ১, আটক আরও ৪ জন। হোটেল থেকে গাড়িতে নিয়ে গিয়ে গুলি করে খুন, দাবি পুলিশ সূত্রে।  কালচিনিতে (Kalchini) ডিমা নদীর ব্রিজের পাশে উদ্ধার বাউন্সারের রক্তাক্ত মৃতদেহ। কেন খুন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।                               

  


হোটেল বাউন্সারের রহস্যমৃত্যু ঘিরে তপ্ত হয়ে উঠেছে আলিপুরদুয়ার শহর। রাস্তায় দেহ রেখে চলল বিক্ষোভ। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পরিজনরা। পথ অবরোধ করলেন পরিজনরা। আলিপুরদুয়ারের ভোলারডাবড়ির বাসিন্দা গৌরব মুখোপাধ্যায় একটি হোটেলে বাউন্সারের কাজ করতেন। পরিবারের দাবি, শনিবার রাত ১২টা নাগাদ তিনি ফোন করে বাড়ি ফিরছেন বলে জানান। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি গৌরব। সকালে কালচিনির ডিমা নদীর ব্রিজের পাশে উদ্ধার হয় রক্তাক্ত দেহ।                                   


দোষীদের গ্রেফতারির দাবিতে রবিবার পথে নামেন মৃতের বন্ধু ও পরিজনরা। বক্সা ফিডার রোডের কোর্ট মোড়ে দেহ রেখে চলে বিক্ষোভ। কীভাবে জেলায় এভাবে খুন করা হল সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখানো হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে চলে পথ অবরোধ। জেলায় এমন ঘটনা ঘটে যাওয়ায় আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে জেলায়। জেলায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গাড়িতে তুলে নিয়ে গিয়ে যেভাবে খুন করা হয়েছে, তাতে পূর্ব পরিকল্পনা এবং আঁটঘাট বেঁধেই এই কাজ করা হয়েছে বলে মনে করছে পুলিশের একাংশ।                        


তদন্তে কী উঠে এসেছে?
যুবকের কপালের ক্ষত দেখে পুলিশের অনুমান গুলি করা হয়ে থাকতে পারে তাঁকে। 
যে হোটেলে গৌরব কাজ করতেন সেখান থেকে তার বাড়ি মাত্র ২ কিলোমিটার দূরে। 
কিন্তু তাঁর দেহ উদ্ধার হয় প্রায় ৭ কিলোমিটার দূরের একটি জায়গায়। 
অত রাতে হোটেল থেকে বেরিয়ে সেখানে কীভাবে পৌঁছলেন যুবক? 
সেটা জানতে খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ। 


আরও পড়ুন: 'ঘুগনি পাঁউরুটি, উপরে পেঁয়াজ-লঙ্কা ছড়ানো'- জলখাবারে এটাই প্রিয় ভিক্টরের, জানালেন শিবপ্রসাদ