উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: 'এটা আমাদের আর্তনাদ। ৭০০ দিনের আর্তনাদ', গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসা এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Agitation) কাতর আর্তি এমনই। আজ তাঁরা দিদিকে বলো কর্মসূচি পালন করেছেন। পরবর্তী পদক্ষেপ, প্রত্যেক আন্দোলনকারী নবান্নে (Letter to be sent to nabanna) একটি করে চিঠি পাঠাবেন। তাতে ধরা পড়বে, গত প্রায় ৭০০ দিন ধরে চলতে থাকা আন্দোলনের আর্তি।
কী ছবি?
সংবাদমাধ্যমের ক্য়ামেরায় আন্দোলনকারীদের প্রত্যেকের হাতে একটি করে চিঠি ধরা পড়েছে। চোখেমুখে হতাশা ও অসন্তোষের ছাপ স্পষ্ট। চিঠিতে কী লেখা? মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা জানিয়েছেন যে, ৬৮৮ দিন পেরিয়ে গেলেও তাঁরা রাস্তায় বসে রয়েছেন। এর এবার বিহিত করুন তিনি, আর্জি তাঁদের। এক আন্দোলনকারীর কথায়, 'আমরা যোগ্য প্রার্থী। তাও এত দিন ধরে গাঁধীমূর্তির পাদদেশে বসে রয়েছি। আমাদের হকের চাকরিটা যেন ফিরে পাই, তাই আবেদন করেছি। আমাদের যাতে দ্রুত নিয়োগ হয় ও এই জীবনযন্ত্রণার যাতে অবসান হয়, সেটিও জানিয়েছি।' কথা বলতে বলতে গলা ধরে এল তাঁর। খেদ, তাঁদের সঙ্গে পরিবার ও আত্মীয়স্বজনও তীব্র ভোগান্তির মুখে। প্রত্যেকে সিদ্ধান্ত নিয়েছিলেন, একসঙ্গে জিপিও গিয়ে চিঠি পোস্ট করবেন। কিন্তু সেই কর্মসূচি হচ্ছে না। রদবদল করতে হচ্ছে।
কেন কর্মসূচি বদল?
আন্দোলনকারীদের বক্তব্য, স্থানীয় প্রশাসন তাঁদের একসঙ্গে জিপিও যেতে দেবে না। একসঙ্গে সর্বোচ্চ দশজন যেতে পারেন, তার বেশি যাওয়া যাবে না। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে ১০-১৫ জন মিলে হাঁটতে হাঁটতে জিপিও গিয়ে চিঠি পৌঁছে দেবেন। ঠিকানা অবশ্য়ই নবান্ন। আন্দোলনকারীদের কথায়, 'এটা আমাদের আর্তনাদ। ৭০০ দিনের আর্তনাদ।'
প্রেক্ষাপট...
নবম থেকে দ্বাদশের যুব-ছাত্র অধিকার মঞ্চ, SLST থেকে শুরু করে রাজ্য সরকারের-গ্রুপ ডি, মাদ্রাসা কমিশন, নার্সিং---নিয়োগের দাবিতে সম্প্রতি মহাজোট তৈরি করে আন্দোলনে নামে চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চ। ১৯ ডিসেম্বর নিয়োগের দাবিতে কলকাতায় বড় মিছিলও করে তারা। এরপর ফের নবান্নের সামনে কাজিপাড়ার কাছে জড়ো হন চাকরিপ্রার্থীদের নয়টি মঞ্চের প্রতিনিধিরা। দ্রুত নিয়োগ এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তোলেন তারা। তবে নিয়োগের দাবিতে আসা চাকরিপ্রার্থীদের, পাঁজাকোলা করে গাড়িতে তুলে দেয় পুলিশ। ১৬ জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। নভেম্বরেই রাস্তায় নেমে ধুন্ধুমার করেছিলেন SLST চাকরিপ্রার্থীরা। পরীক্ষার জন্য নতুন বিজ্ঞপ্তির জন্য রাস্তায় নেমেছিলেন তাঁরা। সেদিন আন্দোলনকারীদের আটক করেছিল পুলিশ। টেনে-হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে। তার পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। কিন্তু পরিস্থিতি বদলায়নি। এবার মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের আর্তনাদ পৌঁছে দিতে চান তাঁরা।
আরও পড়ুন:'রাজ্যের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র', ফের মমতার নিশানায় মোদি সরকার