কলকাতা: রেস্তোরাঁ মালিককে মারধরকাণ্ডে তোলপাড়ের ( Soham Chakraborty Slap controversy) মধ্যে সোহমের বিরুদ্ধে বিস্ফোরক শঙ্কুদেব পণ্ডা। অডিও ক্লিপ প্রকাশ করে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার অভিযোগ,'বিজেপি কর্মীদের মারধর করতে লোক নিয়োগ করেছিলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। চণ্ডীপুরে ভোট চলাকালীন একাধিক লোককে নিয়োগ করেছিলেন সোহম। নিজের পিএ-কে দিয়ে একাধিক অপরাধমূলক কাজ করিয়েছেন সোহম। সোহম পাকা দুষ্কৃতী, এরকম একাধিক কাজ করেছেন।'


ঠিক কী হয়েছিল ?


শুক্রবার নিউটাউনের একটি রেস্তোরাঁয় শ্যুটিং করতে যান তৃণমূল বিধায়ক সোহম। এরপর পার্কিং নিয়ে গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ, পার্কিং খালি করতে বললে সোহমের নিরাপত্তারক্ষীরা রেস্তোরাঁর মালিক ও কর্মীদের ওপর চড়াও হন বলে অভিযোগ।  নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় বিধাননগর পুলিশ কমিশনারেটে টেকনো সিটি থানার তরফে জানানো হয়েছে,দু'পক্ষই মামলা রুজু করেছে।


সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগ


রেস্তোরাঁর ম্য়ানেজারের অভিযোগের ভিত্তিতে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে। অন্যদিকে, সোহমের নিরাপত্তারক্ষীর অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর মালিক ও কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই, ঘটনাস্থলের সিসি ক্যামেরার হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে পুলিশ। 


পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রেস্তোরাঁ মালিক


নিউটাউনের রেস্তোরাঁয়, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর মস্তানির ঘটনায় এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রেস্তোরাঁ মালিক। তাঁর দাবি, তিনটে দিন পেরিয়ে গেলেও, পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। যদিও, বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে, ঘটনার পরপর রেস্তোরাঁ মালিকের সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি সহযোগিতা করেননি।  


'আমাকে মারধর করা হয়েছিল, প্রাণনাশের আশঙ্কা ছিল'


আক্রান্ত রেস্তোরাঁ মালিক আনিসুল আলম বলেছেন, আমাকে মারধর করা হয়েছিল, প্রাণনাশের আশঙ্কা ছিল।' এই প্রেক্ষাপটেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আক্রান্ত রেস্তোরাঁ মালিক। তাঁর দাবি, ম্যানেজার দীপঙ্কর ঘোষের অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করেছে পুলিশ। মারধরের অভিযোগে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, ম্যানেজারকে নিজের মতো বয়ান লিখিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে।  


আরও পড়ুন, তৃণমূলে যোগ দিলেন প্রধান সহ ৫, কোচবিহারে আরও ১ পঞ্চায়েত হাতছাড়া BJP-র


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।