রঞ্জিত হালদার,  দক্ষিণ ২৪ পরগনা: শিয়ালদা-ক্যানিং শাখার বিদ্যাধরপুর স্টেশনের কাছে রেললাইনে ফাটল। এক কলেজ পড়ুয়ার তত্পরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। একঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামতির পর, স্বাভাবিক ট্রেন পরিষেবা। 



একেবারে দুভাগ হয়ে গেছে রেল লাইন। তা দেখতে পেয়েই লাল ওড়না উড়িয়ে প্রাণপনে ট্রেন থামানোর চেষ্টা করছেন কলেজ পড়ুয়া। চিৎকার করছেন অন্যান্যরাও। শেষমেশ থামল ট্রেন। এক কলেজ পড়ুয়ার তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ ক্যানিং-সোনারপুর লোকাল। রক্ষা পেলেন বহু যাত্রী। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিদ্যাধরপুর স্টেশনের কাছে। 


আরও পড়ুন, আইআইটি খড়্গপুরে চাকরির বন্যা, ২.৫ কোটি টাকার বেতন অফার


সকাল পৌনে ৯টা নাগাদ স্টেশনে ঢুকছিল আপ ক্যানিং-সোনারপুর লোকাল। কলকাতার বঙ্গবাসী কলেজের পড়ুয়া মৃত্যুঞ্জয় দাসের বাড়ি রেল লাইনের পাশেই। তিনি জানিয়েছেন, দোকানে যাওয়ার সময় রেল লাইনে বড়সড় ফাটল দেখতে পান। দেখতে পান ওই লাইনেই ট্রেন আসছে।বঙ্গবাসী কলেজের ওই ছাত্র বলেন, "আমি ফাটল দেখতে পাই। এক মহিলার কাছ থেকে ওড়না নিয়ে ওড়াই, দুর্ঘটনা রুখতে পেরে খুশি।"


লাল ওড়না উড়তে দেখে ট্রেন থামান চালক। সপ্তাহের প্রথম কাজের দিন। অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই ব্যস্ত।  এই রকম দিনে বড়সড় দুর্ঘটনা রুখতে পেরে খুশি কলেজ পড়ুয়া মৃত্যুঞ্জয়। মেরামতির জন্য ঘণ্টাখানেক ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয় পরিষেবা। 


অন্যদিকে,  দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মাতলা সেতুতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মাছ ব্যবসায়ীর। মৃতের নাম প্রফুল্ল রাউত। পুলিশ সূত্রে খবর, রবিবার  ভোর সাড়ে পাঁচটা নাগাদ ক্যানিংয়ের  আড়ত থেকে মাছ কিনে বাইকে চড়ে বাসন্তীর হাড়ভাঙায় যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। মাতলা নদীর সেতুর ওপর কোনও গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।