গৌতম মণ্ডল, কুলপি (দক্ষিণ ২৪ পরগনা) : নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাইক ও ভ্যানে ধাক্কা বাইকের। দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম-তন্ময় নস্কর (৩২) ও প্রশান্ত নস্কর (২৮)। গতকাল রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপির (Kulpi) বেলপুকুরে ১১৭ নম্বর জাতীয় সড়কে।  মৃত দু’‌জন সম্পর্কে আত্মীয় ছিলেন। বাকিদের মধ্যে একজনকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে (Diamond Harbour Medical College) ও বাকি দু'জনকে বেলপুকুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।


একটি বাইকে হেলমেটহীন তিন যুবক কুলপি থেকে নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাইক ও ভ্যানে ধাক্কা মারে বাইকটি। এর জেরে রাস্তার পাশের মাইলস্টোনে ধাক্কা মেরে ছিটকে পড়ে বাইকটি। দুর্ঘটনায় গুরুতর জখম হন বাইকের তিন আরোহী, ভ্যানচালক ও অন্য বাইকের চালক। তাঁদের উদ্ধার করে স্থানীয় বেলপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই বাইক আরোহী তন্ময় নস্কর ও প্রশান্ত নস্করকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


দিন দু'য়েক আগেই সাতসকালে ডালহৌসিতে দুর্ঘটনার ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সরকারি বাস। বেপরোয়া বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুমটি। গুরুতর জখম হন মেট্রোর তিন কর্মী।


অফিসপাড়ায় লোহার রেলিং ভেঙে ফুটপাতে উঠে যায় যাত্রীবাহী বাস ! ভেঙে গুঁড়িয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুমটি ! বাসের জানালা দিয়ে ঢুকে যায় লোহার রেলিংয়ের অংশ ! ভেঙে যায় বাসের সামনের কাচ। গুরুতর জখম হন মেট্রোর তিন কর্মী। 


বুধবার সাতসকালে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটে ডালহৌসিতে। সকাল সাড়ে ৬টা, শিয়ালদা থেকে ঠাকুরপুকুরগামী S-3A রুটের বাস মহাকরণের কাছে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে লোহার রেলিং ধাক্কা মারে। তারপর সেই রেলিং ভেঙে ফুটপাতে উঠে পড়ে। গুরুতর আহত হন মেট্রোর তিন কর্মী। তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে।


ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। বেপরোয়ো গতিতে লাগাম পরাবে কে ? জেলা থেকে কলকাতা- ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। উঠেই চলেছে এই সব প্রশ্ন।


আরও পড়ুন ; বারুইপুরে লাইনচ্যুত মালগাড়ি, ৪ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ ট্রেন চলাচল