শান্তনু নস্কর, গোসাবা: দক্ষিণ ২৪ পরগণার গোসাবা থানা এলাকায় ভয়াবহ দুর্ঘটনার ছবি ধরা পড়ল। ওই এলাকার পাখিরালয় হাই স্কুলের সামনে শনিবার গভীর রাতে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়।


গোসাবা থানা পাখিরালয় হাই স্কুলের সামনে ওই দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় তাঁরা পাশে একটি ভাঙাচোরা বাইক পড়ে থাকতেও দেখেন। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে গোসাবা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গোসাবা থানার পুলিশ এসে পৌঁছয়। তাঁরা এরপর ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে গোসাবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।


মৃত দুই ব্যক্তির নাম সাদ্দাম শেখ ও ভরত দাস। পুলিশের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারে প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা ঘটে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে গোসাবা থানার পুলিশ। এই ঘটনা আদৌ এটি নিছক পথ দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, বা অন্য কারও হাত রয়েছে কি না তা খতিয়ে দেখছে গোসাবা থানায় পুলিশ। আজ দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে।


আরও পড়ুন: South 24 Paraganas: বাজি ফাটানোর প্রতিবাদ করায় পরীক্ষার্থীকে এলোপাথাড়ি ব্লেডের আঘাত, গ্রেফতার ২ অভিযুক্ত


অন্যদিকে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনাও। দুর্ঘটনায় জখম হয়ে বসে গিয়েছেন বাড়িতে। তাতে দুনিয়ার চিন্তা ভর করেছে মাথায়। ভুগতে শুরু করেছিলেন মানসিক অবসাদে। তার জেরে হাওড়ায় আত্যহত্যার চেষ্টা ব্যবসায়ীর। কোনও রকমে প্রাণরক্ষা।


ডুমুরজলা এলাকার (Dumurjala News) ঘটনা। সেখানকার এইচআইটি কোয়ার্টারে বসবাস অরূপ পালের। নিজের খাবারের দোকান চালান তিনি। তা থেকে যা আয় হয়, তা দিয়েই চলে সংসার। কিন্তু দিন পাঁচেক আগে দুর্ঘটনার কবলে পড়ে পা ভেঙে যায় তাঁর। তাতে কাজ ছেড়ে বাড়িতে বসে যেতে হয়েছে। তাই সংসার চালানোর দুশ্চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছিল তাঁকে। সেই থেকেই চরম পদক্ষেপ করতে উদ্যত হন বলে জানা গিয়েছে।