রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ফের রক্তাক্ত ভাঙড়। এক জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আর এক জমি ব্যবসায়ীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ জমি ব্যবসায়ী আনসার মোল্লা আরজি কর হাসপাতালে ভর্তি। 


ভাঙড়ে জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আরেক জমি ব্যবসায়ীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ আনসার মোল্লাকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার নেপথ্যে কী কারণ, খতিয়ে দেখছে পুলিশ। 


কীভাবে ঘটনা?
ভর সন্ধেয় ভাঙড়ের জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলেছে। যার বিরুদ্ধে অভিযোগ, তিনিও জমি ব্যবসায়ী, নাম নুর মহম্মদ মোল্লা। প্রত্যক্ষদর্শীর দাবি, মঙ্গলবার সন্ধেয়, জমি ব্যবসায়ী আনসার মোল্লাকে কথা বলার জন্য কাঁঠালবেড়িয়ায় স্কুলের মাঠে ডাকেন নুর মহম্মদ মোল্লা। সেখানে একজনের বাইকে চড়ে আসেন নুর মহম্মদ। এরপর কথা বলতেই বলতেই আনসারের দিকে গুলি চালান নুর। আনসার পালাতে গেলে, তাঁর পিঠে গুলি লাগে। অভিযোগ, ৬ রাউন্ড গুলি চালানো হয়েছে। আনসার মোল্লার হাতের ওপরের অংশে ও পিঠের দিকে ৩টি গুলি লেগেছে। 


কিন্তু গুলি চালানো হল কেন? স্থানীয়দের একটি অংশের দাবি, জমি বিক্রির নামে আনসারের এক আত্মীয়কে প্রতারণা করেন অভিযুক্ত। মোটা টাকা নিয়ে জমি দিচ্ছিলেন না। বিষয়টি নিয়ে মধ্যস্থতা করতে যান আনসার, সেই কারণেই নুর মহম্মদের আক্রোশের মুখে পড়েন আনসার। তারপরেই মঙ্গলবার আনসারের ওপর হামলা হয়। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না অভিযুক্তর।


শুরু তরজা:
ঘটনায় জড়িয়েছে রাজনীতির রং। গুলি চালানোর ঘটনার পিছনে ISF রয়েছে বলে দাবি তৃণমূলের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ISF. ভাঙড় ২ -এর ব্লক সভাপতি আরাবুল ইসলাম বলেন, 'অভিযুক্ত আইএসএফের যুক্ত। আহত ব্যবসায়ী তৃণমূল কর্মী।' পাল্টা ভাঙড়ের ISF-নেতা রাইনুর হক বলেন, 'মিথ্যে অভিযোগ, দলের যোগ নেই।'


অন্যদিকে স্কুলের সামনে বোমা:
স্কুলের সামনেই বারুদের স্তূপ। কয়েক ফুট দূরত্বে পড়েছিল বোমা ভর্তি ২ টি প্লাস্টিকের ব্যাগ (Bombs in Plastic Bag)। হোলির সকালে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার (Ashok Nagar-Kalyangarh Municipality) ১৫ নম্বর ওয়ার্ডে দুই ব্যাগ ভর্তি বোমা মেলে। জনবহুল এলাকায় ঘরের দুয়ারে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অশোকনগরের এক বাসিন্দা বলেছেন, 'ঘুম থেকে উঠে দেখলাম সুতলি পাকানো গোল্লা পড়ে আছে। বিড়ি সিগারেট মদের গ্লাস, একটু দূরে ব্যাগে করে আরও কয়েকটা ছিল ওখানে।' অপর এক বাসিন্দা বলেছেন, থানার সামনেই পড়ে ছিল বোমা ভর্তি ব্যাগ। কম করে ১০-১১ টা বোমা ছিল ব্যাগে। 


আরও পড়ুন: ভোটে ধুন্ধুমার, ফল সামনে আসতেই হুগলির সমবায় সমিতি থেকে টাকা তোলার হিড়িক!