সুকান্ত দাস, জয়নগর: ভোট (Loksabha Election 2024) চাইতে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী (TMC Candidate)। পাল্টা পানীয় জল ও আলো চেয়ে তাঁর বিড়ম্বনা বাড়ালেন গ্রামবাসীরা। প্রচারে বেরিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়লেন জয়নগরের বিদায়ী সাংসদ এবং তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। ক্ষোভের মুখে মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক। এতদিনেও জল-আলোর কাজ হয়নি কেন, প্রশ্ন বাসিন্দাদের একাংশের।                             

  


ক্ষোভের মুখে পড়লেন জয়নগরের প্রার্থী: প্রচারে বেরিয়েছেন তৃণমূল প্রার্থী। শাঁখ বাজিয়ে স্বাগত জানালেন মহিলারা। হল পুষ্পবৃষ্টি। কিন্তু তাল কাটল হালদারপাড়ায়। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। গ্রামবাসীদের ক্ষোভের মুখে মেজাজ হারান প্রতিমা মণ্ডলের সঙ্গে থাকা জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। পরিস্থিতি সামাল দেন তৃণমূল প্রার্থী। হরিনারায়ণপুরের বাসিন্দা প্রভাত হালদার। তাঁর অভিযোগ, “আমার পাড়ায় কোনও সরকারি লাইট নেই, টাইম কলের জল আমরা পাই না। সব পাড়ায় দুঘণ্টা, আড়াই ঘণ্টা পাচ্ছে আমাদের ১৫ মিনিট জল, তাও আসে না সবদিন। সাংসদ এসেছে দশ বছর পর আমরা তাঁকে বলব না। দশ বছর পরে ভোটের সময় সাংসদ এসেছে আমার পাড়ায় আমার সমস্য়টা আমি ডেকে দেখাব না সাংসদকে? হরিনারায়ণপুরের এক বাসিন্দা মিনতি হালদার বলেন, “আমাদের এখানে মানে অসুবিধা হচ্ছে জল আর লাইট , এই দুটো হলেই আমাদের সুবিধা হয়। এমনিতে তো এখানে কোনও কাজ আমাদের হয়নি।’’


জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল বলেন, “যেহেতু নির্বাচনী আচরণবিধি এখন, পানীয় জলের জন্য় যাঁরা আমাদের বলছে। আমরা তো টিউবেল বসিয়ে দিতে পারব না। আগামী দিনে বলেছি আমি নিশ্চয়ই নির্বাচিত হব তারা আসবে তাদের দাবি দাওয়া নিয়ে আমরা নিশ্চয়ই তাদের মান্য়তা দেব।’’ গ্রামবাসীদের প্রশ্ন, এখন নির্বাচনী আচরণবিধির অজুহাত দিচ্ছেন প্রার্থী।


এর আগে ভোট-প্রচারে গিয়ে মেজাজ হারান শতাব্দী রায়। ভোটারকে ইডিয়ট বলেছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। দুবরাজপুরের বালিজুড়ি গ্ৰাম পঞ্চায়েতের মঙ্গলপুর গ্রামে প্রচারে যান শতাব্দী। তাঁকে দেখে এক গ্রামবাসী প্রশ্ন করেছিলেন, সাংসদ যদি এতই কাজ করেছেন, তাহলে তাঁর দল তা প্রচার করছে না কেন? এই প্রশ্নেই মেজাজ হারান শতাব্দী। ওই গ্রামবাসীকে ইডিয়ট বলেছিলেন তৃণমূল প্রার্থী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: East Burdwan News: মৃত্যুর পর নড়ে উঠল মৃত কিশোর! চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার কাটোয়ায়