জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মহেশতলায় (Mahestala) মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ। বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার নির্যাতিতা। ঘটনায় আটক স্থানীয় এক যুবক। অভিযুক্তর বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার।


অভিযুক্তর কঠোর শাস্তির দাবি


ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ ঘিরে অভিযুক্তর কঠোর শাস্তির দাবি। উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। পুলিশ সূত্রে খবর, স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন মহিলা। মঙ্গলবার রাতে ছেলে বাড়ি ছিলেন না। সেই সুযোগে বছর ৫২-র ওই মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টা করেন আরিয়ান মোল্লা নামে এক যুবক। তাঁর বাড়ির লোকেরাই খবর দেন পুলিশে। বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 


গ্রেফতার অভিযুক্ত


ঘটনা জানাজানি হতে বুধবার সকালে অভিযুক্তের বাড়ি ও গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। অভিযুক্ত যুবকের কাকা বলেছেন, 'পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আইন আইনের পথে চলবে।' পুলিশ জানিয়েছে, ঘটনায় বছর ২৪-এর আরিয়ান মোল্লাকে আটক করা হয়েছে।


আরও পড়ুন- চিকিৎসার গাফিলতিতে কলেজ ছাত্র মৃত্যুর অভিযোগ, বোলপুরে বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালালেন মৃতের পরিজনরা


এদিকে, এন্টালিতে তরুণীকে গলা কেটে নৃশংস খুনের ঘটনায় বিহার থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কলকাতায় আনা হ.চ্ছে। খুনের মোটিভ নিয়ে এখনও ধন্দে পুলিশ। শিয়ালদা স্টেশন সংলগ্ন পরিত্যক্ত রেল কোয়ার্টারে কেন খুন হলেন বিহারের তরুণী? পুলিশ সূত্রে খবর, খুনের মোটিভ এখনও স্পষ্ট নয়। তবে নৃশংস এই খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। 


পুলিশ সূত্রে খবর, এফআইআরে নাম ছিল ধৃত প্রেম রায় ও মুন্না রায়ের। মঙ্গলবার রাতে বিহারের দ্বারভাঙা জেলার তারিয়ানি এলাকা থেকে এই দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। সোমবার এন্টালি থানার শিয়ালদা স্টেশন সংলগ্ন রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে গলা কাটা দেহ উদ্ধার হয়। অঞ্জলি কুমারী নামে ১৮ বছরের এক তরুণীর। তিনি বিহারের মধুবনির বাসিন্দা। পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি কলকাতায় এসে শিয়ালদা স্টেশন সংলগ্ন রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টারে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন তরুণী। সোমবার সেখানেই খুন হন তিনি। চিত্তরঞ্জন কুমার নামে মৃত তরুণীর এক  আত্মীয়ের অভিযোগ, ঘটনায় হাত রয়েছে ৩ পরিচিত ব্যক্তির।