গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: উত্তাল ঢেউয়ে দক্ষিণ ২৪ পরগনার উল্টে গেল মোটর বোট। আজ সকালে রওনা দেওয়ার আগেই উত্তাল ঢেউয়ে তলিয়ে যায়। কাল থেকে শুরু হচ্ছে কৌশিকি অমাবস্য়ার কটাল। তার আগে আজ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ মহকুমা জুড়ে। বৃষ্টিতে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। চিন্তায় উপকূলের বাসিন্দারা।  


উল্টে গেল মোটর বোট: দুর্যোগের মধ্যে নদীর উত্তাল ঢেউয়ে উল্টে গেল পণ্যবাহী একটি মোটর বোট। আজ সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে। এদিন সকালে নামখানা ফেরিঘাট থেকে লোহার রড বোঝাই করে মৌসুনী দ্বীপে যাওয়ার কথা ছিল বোটটির। কিন্তু তারই মধ্যে উত্তাল ঢেউয়ে তলিয়ে যায় বোটটি। ভাঁটার আগে বোটটি উদ্ধার করা সম্ভব নয়। অন্যদিকে নিম্নচাপের জেরে আজ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ মহকুমাজুড়ে। আকাশ মেঘে ছেয়ে আছে। কাল থেকে শুরু হচ্ছে কৌশিকি অমাবস্যার কটাল। ফলে আজ থেকে সুন্দরবনের নদী,সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে। যার জেরে বেহাল মাটির বাঁধ নিয়ে চিন্তায় উপকূলের বাসিন্দারা। 


রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃষ্টির সময় বাদে অন্যান্য সময়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি তীব্র হতে পারে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা ছিল শনিবার পর্যন্ত। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়া। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 


এর আগে দুর্যোগের মধ্যে বঙ্গোপসাগরে (Bay of Bengal) ডুবে যায় মাছ ধরার ট্রলার। ১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও ট্রলারের হদিশ মেলেনি। ইলিশ ধরতে পাথরপ্রতিমার এল-প্লট থেকে মৎস্যজীবীদের নিয়ে ৩ অগাস্ট FB দশভূজা নামে ওই ট্রলার। ওই দিন আন্তর্জাতিক জলসীমানার কাছে বাঘেরচরে সাগরে ঢেউয়ের ধাক্কায় ট্রলারের পাটাতন ভেঙে হু-হু করে জল ঢুকতে শুরু করে। প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন ওই ট্রলারের ১৪ জন মৎস্যজীবী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Nabanna Abhijan: নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশকর্মী, চিকিৎসার জন্য ভিন রাজ্য়ের উদ্দেশে রওনা