শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: নিষিদ্ধ মাদক মজুত করার এবং ব্যবসার গোপন খবর আগেই পেয়েছিল জীবনতলা থানার পুলিশ। খবর পেয়ে গাব্বুনিয়া গ্রামে গোপন অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজাসহ (Marijuana) উদ্ধার হল একটি বোলেরো গাড়ি। পাচারকারীর বাড়ি থেকেও মাদক উদ্ধার হয়েছে। তবে, পলাতক পাচারকারী। তার খোঁজে তল্লাসী চালাচ্ছে পুলিশ।


গাঁজা উদ্ধার-


পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে জীবনতলা থানায় গোপন সূত্রে খবর আসে যে, আলাউদ্দিন শেখ ওরফে নাটা নামে এক ব্যক্তি জীবনতলা থানার গাব্বুনিয়া গ্রামে নিষিদ্ধ মাদকের অবৈধ ব্যবসা চালাচ্ছে। পুলিশের কাছে এমনও খবর আসে যে, ওই ব্যক্তি গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে অবাধে নিষিদ্ধ মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাঁদের কাছে খবর আসে, একটি বোলেরো গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে মাদক পাচার করছে অভিযুক্ত আলাউদ্দিন শেখ। খবর পাওয়া মাত্র গোপনে অভিযান চালায় জীবনতলা থানার পুলিশ। গাব্বুনিয়া গ্রামেই নিজের বাড়ি রয়েছে অভিযুক্তের। সেখানেই তল্লাসী চালায় পুলিশ। কিন্তু গাব্বুনিয়া গ্রামে অভিযুক্ত আলাউদ্দিনের বসত বাড়ি এবং বাড়ির কাছে খুঁজে পাওয়া গাড়িতে তল্লাসী চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ গাঁজা উদ্ধার করে জীবনতলা থানার পুলিশ। কিন্তু পুলিশ আসার খবর পেয়েই গা ঢাকা দেয় অভিযুক্ত। ইতিমধ্যেই প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক ও একটি বোলেরো গাড়ি উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি আলাউদ্দিন ওরফে নাটার খোঁজে তল্লাসীও চালাচ্ছেন তাঁরা।


আরও পড়ুন - South 24 Pargana News: ফের ভিডিও ভাইরাল, নতুন বির্তকে জড়ালেন ভাঙড়ের তৃণমূল নেতা


প্রসঙ্গত, কয়েকদিন আগেই জীবনতলা থানার গাতী এলাকায় গাঁদা ফুলের নাম করে বাড়িতে নিষিদ্ধ গাঁজা(Cannabis cultivation) গাছের চাষ হচ্ছিল। আর সেই খবর পেয়েই হানা দেয় পুলিশ। এরপরই সেই বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় ২৮ কিলো আলামত। গাঁজা গাছের ডালপালা সমেত পুরো বাজেয়াপ্ত করা হয়। পুলিশের কাছে খবর আসে যে, জীবনতলা থানার অন্তর্গত গাতীতে জগন্নাথ গ্রামের নারায়ণ দাসের বাড়িতে গাঁজার চাষ হচ্ছে। পুলিশের কাছে খবর আসে যে তাঁর বাড়িতে আনুমানিক ১ কাঠা জমির ওপর গাঁজার চাষ করা হচ্ছে। এরপরই পুলিশ সেখানে গিয়ে খোঁজ চালায়। তবে বাড়িতে ছিলেন না সেই সময় নারায়ণ দাস। কিন্তু সেই সময় বাড়ির সামনে উঠোনে তাকাতেই চক্ষু চরকগাছ সবার। প্রায় ১ কাঠা জমির ওপর চলছে বেজায় বেআইনি গাঁজা চাষ। এরপর আইন অনুযায়ী সমস্ত নিয়ম মেনে ওই গাছগুলোকে কেটে নিয়ে আসা হয় থানাতে।