দক্ষিণ ২৪ পরগনা: আগামীকাল কালীপুজো (Kali Puja 2024)। আর ঠিক এমন সময়ই রাজ্যের বুকে কালীপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগ উঠল। তবে শুধু এই অভিযোগেই থেমে থাকল না বিষয়টা। অভিযুক্তকে থানায় নিয়ে যেতেই শুরু হল নতুন পর্ব। থানায় ঢুকে ফের পুলিশকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC Leader)। পুলিশ অফিসারকে মেরে লকআপ থেকে ধৃতকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। কাঠগড়ায় ক্যানিং ১-এর যুব তৃণমূল সভাপতি অরিত্র বসু। অভিযোগের আঙুল তাঁর দিকেই। তবে কি ফের ক্ষমতার অপপ্রয়োগ এল প্রকাশ্যে ? বিস্ফোরক অভিযোগ এনে বিষয়টি সোশ্যালে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

  


সোশাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু বলেন, 'থানাতেই পুলিশকে মেরে ধৃত যুব তৃণমূল নেতা জয়ন্ত ঘড়াইকে লকআপ থেকে বের করে আনেন অরিত্র বসু। অরিত্র ও জয়ন্ত দুজনই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাসের ঘনিষ্ঠ। কালীপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগ জয়ন্তর বিরুদ্ধে। ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ পৌঁছলে জয়ন্তর দলবলের সঙ্গে পুলিশের হাতাহাতি। পুলিশ জয়ন্তকে থানায় নিয়ে এলে দলবল নিয়ে চড়াও হন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অরিত্র বসু। SI-কে মারধর করে জয়ন্তকে লকআপ থেকে বের করে নিয়ে যান অরিত্র। তারপর থেকেই অরিত্র ও জয়ন্তকে বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন ক্যানিংয়ের IC ও SDPO', সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর। থানার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে ডিজিপি-র কাছে তদন্ত দাবি শুভেন্দুর।


আরও পড়ুন, ৮০ দিন পার, মেলেনি বিচার, আজ মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের


সম্প্রতি, তৃণমূল বিধায়ক সওকত মোল্লার নিশানায় পড়ে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের একাংশ তোলাবাজিতে যুক্ত, তারা পুলিশের কলঙ্ক। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে দলীয় সভা থেকে পুলিশকে নিশানা করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।  চারটি থানার OC ও ভাঙড় ডিভিশনের DC-কে বিষয়টি দেখার অনুরোধ জানান ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।