জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) রবীন্দ্রনগরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের দেহ উদ্ধার। পুলিশের (Police) থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজনেরাও।

স্নান করবার জন্য গঙ্গায় নেমেছিল সে

বৃহস্পতিবার ৮ জুন আনুমানিক দুপুর দুটো নাগাদ দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কানখুলি পোদিরহাটির বাসিন্দা শেখ আমান নামে বছর ১৭ -র এক স্কুল পড়ুয়া সে তার দুই বন্ধুর সঙ্গে 'তারা মা' গঙ্গার ঘাটে স্নান করবার জন্য এসেছিল। সাঁতার না জানার দরুন সে গঙ্গার ঘাটে বসেছিল, বাকি দুই বন্ধু স্নান করবার জন্য গঙ্গায় নেমেছিল। হঠাৎই গঙ্গার জলের ঢেউয়ে সে গঙ্গায় তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে দুই বন্ধু খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে আমানের বাড়িতে ফোন করে, আমানের গঙ্গায় তলিয়ে যাওয়ার বিষয়টি জানায়। ঘটনাস্থলে বাড়ির লোক ছাড়া রবীন্দ্রনগর থানার পুলিশও আসে। নামানো হয় ডুবুরি।

পরিবারের একমাত্র রোজগেরে ছেলে

আজ সকালে স্থানীয় জেলেরা নৌকা নিয়ে গঙ্গারপাড় দিয়ে যাওয়ার সময় আমানের দেহটি দেখতে পায়। তারাই দেহটি গঙ্গার পাড়ে নিয়ে আসার পাশাপাশি রবীন্দ্রনগর থানায় ফোন করে জানায়। পুলিশের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমানের পরিবারের লোকজনেরাও। পরিজনদের দাবি, মাধ্যমিক পাস আমানের বাবা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম হওয়ার জন্য তার উপার্জিত পয়সাতেই সংসার চলত। দুই সন্তানের সেই বড়। পরিবারের বাবা মা ছাড়াও তার ছোট এক ভাইও আছে।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

দর্জির কাজ করতে করতেই মাধ্যমিক পাশ

সন্তোষপুর কানখুলি হাইস্কুল থেকে এই বছরই আমান মাধ্যমিক পাশ করেছিল। পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সে দর্জির কাজও করত। পরিবারের দাবি আমান আগে কখনই গঙ্গায় স্নান করবার জন্য যায়নি। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে আমানের মৃত্যুকে কেন্দ্র করে তার কোন বন্ধুর বিরুদ্ধেও কোন প্রকার অভিযোগ এখনও পর্যন্ত করা হয়নি। স্বাভাবিকভাবেই রবীন্দ্রনগর কানখুলি এলাকায় স্কুল ছাত্রের জলে ডুবে মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ রবীন্দ্রনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তারপরেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে আমানের মৃতদেহ।