গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: আবাসের তালিকা নিয়ে ফের উত্তেজনা। এবার উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। গন্ডগোলে সরাসরি জড়িয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি ও রায়দিঘি থানার এক সিভিক ভলান্টিয়ারের নাম।


ঠিক কী হয়েছিল ?


গন্ডগোলের সূত্রপাত আবাস তালিকায় থাকা নামের প্রকাশ নিয়ে, নির্দল সদস্যের তরফে ১৩০ জনের তালিকা নাম ছিল গ্রামের সিভিক ভলান্টিয়ার সাবির হোসেনের। দোতলা বাড়ির বাসিন্দা সিভিক ভলান্টিয়ার সাবির হোসেন ফ্লেক্সটি ছিঁড়ে দেন। এরপর গন্ডগোল শুরু হয় নির্দল ও তৃণমূল সমর্থকদের মধ্যে । পুলিশ পৌঁছয় গ্রামে। নির্দল প্রার্থীর এক সমর্থককে গ্রেফতার করা হয়েছে । 


সমীক্ষা শুরু হতেই আবাস তালিকায় 'গরমিল'


সমীক্ষা শুরু হতেই জেলায় জেলায় আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ সামনে আসছে। হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ডের বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ তুলে বীরভূমের রামপুরহাটেও বিক্ষোভ দেখান স্থানীয় তিলডাঙা গ্রামের বাসিন্দারা। কোথাও তৃণমূলের বিরুদ্ধে সরব তৃণমূলই।


বিডিও অফিসের দরজা বন্ধ করে বিক্ষোভ


কোথাও বিডিও অফিসের দরজা বন্ধ করে বিক্ষোভ। একই দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ উঠল দুই জেলায়। হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ তুললেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। হুগলির গোঘাটের ২ নম্বর ব্লক অফিসে গ্রামবাসীদের বিক্ষোভেও সামিল হন তিনি। পঞ্চায়েত সদস্যর সঙ্গে ছিলেন তাঁর স্বামীও। 


'পক্ষপাতিত্ব হয়েছে'


মান্দারণ গ্রাম পঞ্চায়েত  তৃণমূল নেত্রী ও সদস্য  রুকসত পারভিন বলেন,যখন সার্ভে করতে এসেছে তখন প্রচুর লোক আমার বাড়িতে গেছে, সবাই বলছে আমাকে ত্রিপল দেয়নি কেন? বাড়ি দেয়নি কেন? সেই জন্য বিডিও সাহাবের কাছে এসে, এদের একটা বাড়ির ব্যবস্থা করে দিন। যাদের পাওয়ার যোগ্য নয়, তাদের সার্ভে হচ্ছে, যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যের স্বামী  শেখ বসির আলি বলেন, কোনও গরীব মানুষের যাদের বাড়িতে জল পড়ছে তাদের একটি ত্রিপল দেওয়া কী তাদের বাড়ি ভাঙল...পক্ষপাতিত্ব হয়েছে। তালিকায় সঠিক উপভোক্তাদের নাম নেই বলে সরব হয়েছেন গ্রামবাসীরাও। 


আরও পড়ুন, কাঁধে কালী প্রতিমাকে তুলে দৌড় ! ৩৫০ বছরের রীতি আজও জনপ্রিয় মালদায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।