দক্ষিণ ২৪ পরগনা: কাকদ্বীপে তৃণমূল সমর্থকের বাড়িতে বিস্ফোরণ (Kakdwip Incident)। তৃণমূল সমর্থকের (TMC Supporters) বাড়িতে বিস্ফোরণ, উড়ল অ্যাসবেসটসের চাল। বাড়ি থেকে ১০০ মিটার দূরে ছিটকে পড়ল আসবাব। মজুত বোমায় বিস্ফোরণ, প্রাথমিক অনুমান পুলিশের (Police)। বিস্ফোরণের পরই বেপাত্তা তৃণমূল সমর্থক।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘিরে কম বোমাবাজির ঘটনা ঘটেনি। প্রার্থীর বাড়ির উপর একাধিক বোমাবাজির ঘটনা ঘটেছে। কোথাও আবার প্রার্থীদের মাঝরাতে ঘুম ভেঙেছে প্রতিবেশীদের চিৎকারে। কারণ গভীর রাতে প্রার্থীর বাড়িতে লাগানো হয়েছে 'হিংসার আগুন।' তবে অনেকদিন হল পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। কিন্তু হিংসার যবনিকা এখনও পড়েনি।
তবে শুধুই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ প্রকাশ, মনোনয়ন পেশ কিংবা গণনার সময়েই নয়, কয়েকমাস আগেও ভয়াবহ চিত্র সামনে এসেছিল। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একের পর এক মৃত্যুর পর অনেকটাই কড়া পদক্ষেপ নিয়েছিল প্রশাসন। যার কোপ পড়েছিল সাধারণ বাজি ব্যবসায়ীদের উপর। রাতারাতি অবৈধ বাজি কারখানাগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল।
রাজনৈতিক ইস্যুতে, এর আগে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, মুর্শিদাবাদে বোমা উদ্ধারের ঘটনা বছর দুই আগেও বারবার এসেছে। কিন্তু এবারের পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনা যেনও অনেকটাই অফুরান্ত। কোথায় আস্ত বোমা, কোথায় বারুদ, কোথাও আবার খোদ প্রার্থীর বাড়ি থেকেই অন্যান্য বিস্ফোরকের অন্যান্য রাসায়নিক উদ্ধারের ঘটনাও সামনে এসেছে।
যদিও এই ঘটনাগুলিতে প্রত্যেকেই প্রত্যেকের দিকে আঙুল তুলেছে। প্রকৃতই কারা দায়ি, তা নিয়ে তদন্তও শুরু হয়েছে। বিজেপির তরফে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরাও আক্রান্তর পরিবারের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে। পাশাপাশি আহত দলীয় কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীও দেখা করে ক্ষতিপূরণ হাতে তুলে দিয়েছেন। মৃত দলীয় কর্মীদের পরিবারের পাশে দাড়িয়েছেন তিনি।
আরও পড়ুন, সবজির বাজারে দামের আগুন, 'আচ্ছে দিনের' টেক্কায় রাহুলের 'মহব্বত'
সম্প্রতি রাজ্যে এসে অনুরাগ ঠাকুর বলেছেন, '৫৭-র বেশি মানুষকে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। আপনার নির্দেশে আপনার দলের কর্মীরা গুন্ডামি করেছে। রাজনৈতিক লাভের জন্য গত ৮-৯ বছর ধরে আপনি অপরাধীদের সংরক্ষণ দিয়েছেন। কিন্তু মানুষ ভোটে আপনাকে জবাব দিয়েছে। বিজেপির আসন গতবারের তুলনায় দ্বিগুণ হয়েছে।এটাই প্রমাণিত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে', রাজ্যে এসে তৃণমূল নেত্রীকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।