গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছে তাঁরা। আর ভাইফোঁটার সকালে তাদের মঙ্গল কামনা ও দীর্ঘায়ু কামনা করলেন এলাকার মহিলারা। বন্ধুত্ব পাতিয়ে দিলেন চন্দনে ফোঁটা, করলেন কোলাকুলিও।                                                        


ভ্রাতৃদ্বিতীয়ায় সাতসকালে চন্দনের ফোঁটা দিয়ে, কোলাকুলি করে ম্যানগ্রোভ গাছের সঙ্গে সই (বন্ধুত্ব) পাতালেন কয়েক'শ মহিলা। দক্ষিণ সাগরদ্বীপের বাহিরপ্লট গ্রামে এই ছবি দেখা যায়।। এদিন মহিলারা ম্যানগ্রোভ সংরক্ষণ এবং সচেতনতা বিষয়ক লেখা একাধিক পোস্টার হাতে নিয়ে মিছিল করেন তাঁরা। সুন্দরবনের বিভিন্ন জীবজন্তুর মুখোশ পরে পাড়ার শিশুরাও মুড়িগঙ্গা নদীর তীরে সামিল হয়েছিল।


এদিন ভাইফোঁটার উপাচার নিয়ে মহিলারা উপস্থিত হন। পরে নদীর চরে নেমে জোয়ারের জলে দাঁড়িয়ে একটি বিশাল বাইন গাছকে নতুন শাড়ি পরানো হয়। রঙিন বনফুলের মালা আর চন্দনের ফোঁটা দেন। তাঁদের গলায় শোনা যায়, 'ওলো সই ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই'। অম্যানগ্রোভ রক্ষার বিষয়ে উৎসাহ যোগাতে সবাই হাতেহাত ধরে গাছকে প্রদক্ষিণ করে গান গায়। জোয়ারের জলে দাঁড়িয়ে নাচেগাছে মহিলাদের গাছের সঙ্গে 'সই পাতানো' অনুষ্ঠানে পাখির সুরে মেতে উঠেছিল প্রাকৃতিক ম্যানগ্রোভ পরিবেশ।                      


এই অভিনব অনুষ্ঠান দেখতে এদিন নদী সংলগ্ন গ্রাম ও আশপাশ এলাকার অসংখ্য মানুষ নদীর পাড়ে ভিড় করেছিলেন। এদিন বাড়ির বয়স্ক মহিলাও উলুধ্বনি-শঙ্খ-ঘণ্টা বাজিয়েছেন। সাগরদ্বীপকে ভাঙনের হাত থেকে বাঁচাতে নদীর চরে আরও বেশি ম্যানগ্রোভ রোপন করার পরামর্শ দিয়েছেন প্রবীণরা। অনুষ্ঠান শেষে জবা মাইতি, সুমিত্রা পত্র'রা জানিয়েছেন, ম্যানগ্রোভ গাছ নদীর চরে হাত তুলে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে। দুর্যোগ আটকাতে ঝড়ের সঙ্গে মোকাবিলা করছে, তাঁদের জীবন এবং ফসল বাঁচাতে সাহায্য করছে। তাঁদের বিশ্বাস, মানুষের চেয়ে এই গাছ তাঁদের কাছে অনেক প্রিয় সেই কারণেই ম্যানগ্রোভার সাথে 'সই' পাতিয়েছেন  তাঁরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Bhai Phonta 2024: কপালে চন্দনের ফোঁটা, উপহারে হেলমেট; সচেতনতা বাড়াতে উদ্যোগ দুর্গাপুরে