মুন্না আগরওয়াল, বালুরঘাট: এবার ATM জালিয়াতি চক্রের হদিশ মিলল দক্ষিণ দিনাজপুরে। দীর্ঘ দিন ধরে বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট এবং ATM হ্যাক করে টাকা তোলা হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন ব্যাঙ্কের ATM কার্ড, একাধিক SIM কার্ট, PAN Card উদ্ধার হয়েছে অভিযুক্তের কাছ থেকে। (Balurghat ATM Fraud)


দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা। মঙ্গলবার রাতে পতিরাম থানার ইন্দ্রা এলাকায় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম গোলাম মণ্ডল। তিনি পতিরামের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইন্দ্রার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে হানা দেওয়া হয়। সেখান থেকে একটি মিনি ATM সোয়াইপ মেশিন, ১৭টি ব্যাঙ্কের ATM কার্ড, ১১টি SIM কার্ড, দু'টি PAN কার্ড এবং নগদে ৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। (Balurghat News)


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত গোলাম দীর্ঘ দিন ধরেই ATM জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত। মোবাইলে ফাঁদ পেতে সাধারণ মানুষকে বোকা বানাতেন। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ATM হ্যাক করে নিতেন, তার পর টাকা তুলতেন ইচ্ছে মতো। নিজের বাড়ি থেকেই গোলাম এই জালিয়াতি চালাচ্ছিল বলে আপাতত অনুমান পুলিশের। গোলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 


আরও পড়ুন:  North 24 Parganas: বিল নিয়ে তুলকালাম! বচসার মাঝেই পানশালায় চলল গুলি


ধৃত গোলাম একাই এই জালিয়াতি চক্র চালাতেন, নাকি অন্য লোকজনও যুক্ত ছিলেন, তাঁকে কেউ সাহায্য করতেন কি না, আপাতত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গোলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে বুধবার বালুরঘাট জেলা আদালতে তোলা হয় তাঁকে।  গোসামকে জিজ্ঞাসাবাদ করে এই জালিয়াতি চক্র নিয়ে আরও তথ্য পেতে চায় পুলিশ। 


গত কয়েক বছর ধরেই রাজ্য-সহ গোটা দেশে ATM জালিয়াতি চক্রের বাড়বাড়ন্ত। ফোনে মেসেজ পাঠিয়ে বা ইমেল পাঠিয়ে অথবা ব্যাঙ্কের নাম ভাঁড়িয়ে সাধারণ মানুষের ATM PIN থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ভূরি ভূরিস, তাতে চোখের নিমেষে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়। এ নিয়ে পুলিশের তরফে বার বার সতর্কও করা হয়েছে সাধারণ মানুষকে। সেই আবহেই এবার বালুরঘাট থেকে এমন জালিয়াতি চক্রের হদিশ মিলল। গোলামের সঙ্গে এই কাজে আরও অনেকে যুক্ত থাকতে পারেন বলে অনুমান পুলিশের।