চঞ্চল মজুমদার, বুনিয়াদপুর (দক্ষিণ দিনাজপুর) : বিয়েবাড়ি (Marriage Ceremony) যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বুনিয়াদপুরের (Buniadpur) কুসকারি এলাকায় দুর্ঘটনায় বিয়েবাড়ির গাড়ি। ঘটনাস্থলেই ১জনের মৃত্যু (Death) হয়েছে। আহত (Injured) হয়েছেন প্রায় ৩০ জন। যার মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ভর্তি করা হয়েছে গঙ্গারামপুর হাসপাতালে (Gangarumpur Hospital)।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুনিয়াদপুর থেকে কুশমন্ডি (Kushmundi) যাওয়ার সময় গাছে ধাক্কা মারে কনেযাত্রী বোঝাই গাড়ি। বংশীহারী মোল্লাপাড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যায় বংশীহারী থানার পুলিশ। তারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।


বিয়ের উৎসবে যাওয়ার পথে এভাবে পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু ও আরও বেশ কয়েকজন আহত হওয়ায় আনন্দের আবহে বদলে যায় শোকে। গাড়িটিতে কোনও ত্রুটির জের, রাস্তা সমস্যা নাকি অন্য কোনও কারণে এরকম দুর্ঘটনা সেটা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।


গতকাল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মারিশদার দইসাইয়ের কাছে জাতীয় সড়কে (National Highway) বালি বোঝাই ডাম্পারের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে (Lorry Auto Accident) ঘটনাস্থলেই অটো চালক-সহ ২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৭। এরপরই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। শুরু হয় বিক্ষোভ। সকাল জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছিল। কাঁথি থেকে মেচেদাগামী ডাম্পারের সঙ্গে উল্টোদিক থেকে আসা অটোর সংঘর্ষ হয়। শুক্রবার সকালেই লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল বাঁকুড়ার পুয়াবাগানের কাছেও। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা পথ অবরোধ করার পাশাপাশি ওই সড়কের উপর দিয়ে যাওয়া একের পর এক গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। 


আরও পড়ুন- বাগমারি রোডে দুর্ঘটনায় মৃত্যু অ্যাপ নির্ভর বাইক চালকের