সুকান্ত মুখোপাধ্যায়, রুমা পাল এবং সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: এসএসসি-র দুর্নীতি মামলায় সিবিআইয়ের তলব। হাজিরা এড়ালেন এসএসসি-র উপদেষ্টা কমিটির ৪ সদস্য। সূত্রের দাবি, ইমেলে তাঁরা জানান সোমবার মামলার শুনানি থাকায় হাজিরা সম্ভব নয়। এই নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই।
SSC’র গ্রুপ D নিয়োগে দুর্নীতি মামলায় নতুন মোড়। CBI-এর তলবের পরেও হাজির হলেন না SSC’র উপদেষ্টা কমিটির ৪ সদস্য। সূত্রের খবর, সোমবার আদালতে মামলার শুনানির কথা বলে হাজিরা এড়ান চারজন। এই নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হচ্ছে CBI।
দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে স্বস্তি পান SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা। তাঁকে সোমবার অবধি জিজ্ঞাসাবাদ করা যাবে না বলে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। কিন্তু, সিঙ্গল বেঞ্চের মতো ডিভিশন বেঞ্চও SSC’র উপদেষ্টা কমিটির বাকি ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কোনও স্থগিতাদেশ দেয়নি।
আরও পড়ুন, ফিরহাদের ট্যাব-‘সাফাই’, টেনে আনলেন বাম আমলের প্রসঙ্গ
এই প্রেক্ষাপটে শনিবার সকালে এস আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, অলোককুমার সরকার ও টি পাঁজাকে হাজির হওয়ার জন্য নোটিস পাঠায় CBI। সূত্রের খবর, এদিন দুপুর আড়াইটে নাগাদ CBI-কে ইমেল করে SSC’র উপদেষ্টা কমিটির ৪ সদস্য জানান সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি আছে। তাই শনিবার হাজির হওয়া সম্ভব নয়।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এসএসসিতে দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতি করেছে তারা ছাড় পাবে না।" অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এত বড় একটা সিস্টেম, তার মধ্যে দশমিক শতাংশও যদি দুর্নীতি হয়,তাহলে ঠিক নয়।" SSC’র গ্রুপ D নিয়োগে দুর্নীতি মামলার শুনানি হবে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে।