কলকাতা: তাঁর চাকরি পাওয়ার কথা ছিল। কিন্তু তিনি পাননি। তার বদলে চাকরি পেয়েছিলেন মন্ত্রিকন্যা। তা দেখে দমে যাননি তিনি। শুরু করেন নতুন লড়াই। নিজের অধিকার আদায়ে ঝাঁপিয়ে পড়েছিলেন ববিতা সরকার। তাঁর লড়াই, তাঁর মামলার জেরেই কাঠগড়ায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। শুধু তাই নয়। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে মন্ত্রিকন্যা অঙ্কিতা অধিকারীর। আর ঠিক তাঁর পদেই ববিতা সরকারকে নিয়োগ করার নির্দেশ দিয়েছে আদালত। সেই নির্দেশ মেনেই চাকরির সুপারিশপত্র পেলেন ববিতা সরকার। এদিন ববিতা বলেন, 'আজকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। এরপরে নিয়োগপত্র দেওয়া হবে। সেটা হলেই আমার লড়াই শেষ। শিক্ষকতা শুরু করতে পারব।'


 






ওই স্কুলেই নিয়োগ:
হাইকোর্টের নির্দেশের পরেই সুপারিশপত্র দিয়েছে এসএসসি। অঙ্কিতা অধিকারী যে স্কুলে ছিলেন সেই মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাইস্কুলেই শিক্ষকতা করতে চলেছেন ববিতা। এর আগেই অঙ্কিতা অধিকারীকে এখনও পর্যন্ত পাওয়া বেতনের সব টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ মেনে টাকা ফেরত দিয়েছেন অঙ্কিতা। সেই টাকা ববিতাকে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

কোচবিহারের মেখলিগঞ্জ পুর এলাকার ইন্দিরা বালিকা বিদ্যালয়। ২০১৮ সালের ২৪ নভেম্বর, এই স্কুলেই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকার পদে নিযুক্ত হয়েছিলেন মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারী ( Ankita Adhikari) । কিন্তু বেআইনিভাবে নিয়োগের অভিযোগে, গত ২০ মে শিক্ষিকার পদ থেকে তাঁকে বরখাস্ত করেছিল কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন: '২০২৬ না, ২০২৪-এই সরকারকে বিসর্জন', শুভেন্দু-মন্তব্যে তুঙ্গে বিতর্ক