কলকাতা: এসএসসি মামলায় অভিযুক্ত সকলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ এসএফআইয়ের। শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির বিরোধিতা করে মিন্টো পার্ক থেকে নিজাম প্যালেসে মিছিলের ডাক দেয় এসএফআই।


মিছিলে বাধা:
যদিও শুরুতেই কড়া হাতে রোখা হয় মিছিলকে। ধরপাকড় শুরু করা হয় নেতা-কর্মীদের। মিছিল শুরু হওয়ার আগেই গ্রেফতার করা হয়। টেনেহিঁচড়ে সবাইকে গ্রেফতার করে পুলিশ। মিছিল শুরু হওয়ার আগেই ডিসি সাউথ আকাশ মেঘারিয়ার নেতৃত্বে মিছিল বন্ধ করার প্রস্তুতি নেয় পুলিশ। নিয়োগ মামলায় নাম জড়ানো পরেশ অধিকারী পালিয়ে গিয়েছেন, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এসএফআই। পুলিশ বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয় এসএফআই কর্মীদের সঙ্গে।     


এসএফআইয়ের অভিযোগ:
পরেশ অধিকারীকে না ধরে পড়ুয়াদের উপর জোর করছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তোলে এসএফআই। মিছিল শুরু করার আগেই পুলিশ শক্তিপ্রয়োগ কেন করল, তা নিয়ে প্রশ্ন তোলেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। দলের নেতাকর্মীদের পুলিশবাহিনী ভয়ানক মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। ফের আন্দোলনের ডাক দিয়েছে এসএফআই। সন্ধে সাড়ে সাতটার সময় শিয়ালদহ স্টেশন চত্বরে আরও এক দফা প্রতিবাদ কর্মসূচির ডাক এসএফআইয়ের। সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন একাধিক বাম ছাত্র নেতা। মিন্টো পার্ক থেকে সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে, আতিফ নিসার-সহ একাধিক ছাত্রনেতাকে গ্রেফতার করেছে পুলিশ, ফেসবুকে জানিয়েছেন এসএফআই নেতা প্রতিকুর রহমান।  


হাইকোর্টের নির্দেশের পর জলপাইগুড়ি থেকে কলকাতা আসার পথে হঠাৎ উধাও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কম নম্বর পেয়েও এসএসসিতে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের বিরুদ্ধে। পদাতিক এক্সপ্রেস নির্ধারিত সময়ে কলকাতায় পৌঁছলেও তারপর থেকে আর দেখা মেলেনি পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর। বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমে পড়লেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। তিনি কলকাতাতেই এসেছেন বলে সূত্রের খবর। ভোর ৪.৫২ মিনিটে বর্ধমান স্টেশনে ঢোকে পদাতিক এক্সপ্রেস। ৪.৫৬ মিনিটে মেয়েকে নিয়ে মন্ত্রীকে দেখা যায় বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে। ভোর ৫টার পরে সাদা রঙের গাড়িতে করে মন্ত্রীকে বেরিয়ে যেতে দেখা যায় বলে সূত্রের খবর। পরেশ অধিকারী কোথায়? বিক্ষোভ কর্মসূচি থেকে সেই প্রশ্নও তুলেছে এসএফআই।


আরও পড়ুন: ‘স্বাধীনতার পরে বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি’ এসএসসি প্রসঙ্গে শুভেন্দুর নিশানায় পার্থ