কলকাতা: মেডিক্যাল পড়ুয়াদের দাবিপূরণ। মেডিক্যাল (Calcutta Medical College) পড়ুয়াদের দাবি মানল কলেজ কাউন্সিল। আগামী ফ্রেব্রুয়ারির মধ্যেই হবে ছাত্র ইউনিয়নের নির্বাচন। পড়ুয়াদের দাবি মেনে নির্বাচন পরিচালনা করবে মেডিক্যাল কলেজ কাউন্সিল।
মেডিক্যাল পড়ুয়াদের দাবিপূরণ: ছাত্র সংসদের ভোট করানোর দাবিতে ধুন্ধুমার। রাতভর ঘেরাও মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার। শেষ পর্যন্ত কাটল ভোট-জট। ছাত্র ইউনিয়ন নির্বাচন নিয়ে এদিন কলকাতা মেডিক্যালে কলেজ (Calcutta Medical College) কাউন্সিলের বৈঠক বসে। গতকাল থেকে চলা এই বৈঠকে যোগ দিতে আসা কাউন্সিলের সদস্যরা ঘেরাও। সদস্যদের ঘেরাও করে রাখে মেডিক্যাল পুড়ুয়ারা। আজ কাউন্সিলের বৈঠকে যোগ দিতে আসেন শান্তনু সেন। যোগ দিতে এলে শান্তনু সেনকে ঘিরে গো ব্যাক স্লোগান। বিরোধিতার জেরে আধঘণ্টা বৈঠকে থেকেই বেরিয়ে যেতে বাধ্য হন শান্তনু সেন। টানা ঘেরাওয়ের ফলে অসুস্থ কাউন্সিলের এক সদস্য। শেষমেশ বৈঠকে শেষে সিদ্ধান্ত হয়. আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই ভোট হবে।
২০১৬ সালে মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের ভোটে জয়ী হয় তৃণমূল ছাত্র পরিষদ। তারপর থেকে আর ভোট হয়নি। অভিযোগ, একাধিকবার ভোট করানো দাবি জানালেও মিলেছে শুধুই আশ্বাস। এর আগে মঙ্গলবার, ফের ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার দাবিতে সরব হন মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু করে রাতভর হাসপাতাল সুপার, ডেপুটি সুপার-সহ ৫ চিকিৎসক অধ্যাপককে ঘেরাও করে চলে বিক্ষোভ। সমস্যা মেটাতে কলেজ কাউন্সিলের জরুরি বৈঠক ডাকায়, প্রায় ২৫ ঘণ্টা পর বুধবার দুপুরে ঘেরাওমুক্ত হন আধিকারিকরা। কিন্তু সেই বৈঠকেও সমাধান সূত্র না মেলায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়াদের একাংশ। ঘেরাও করা হয় সুপার, ডেপুটি-সুপার সহ কলেজ কাউন্সিলের সদস্যদেরও। ছাত্র সংসদের ভোট কবে হবে? লিখিতভাবে না জানালে ঘেরাও-বিক্ষোভ চলবে, হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
এদিকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের গণনাতেও এবার কারচুপির অভিযোগ উঠল। H ক্যাটিগরির চিকিত্সকদের গণনার সময় বিরোধী প্রার্থী অর্জুন দাশগুপ্তর অভিযোগ, বহু ব্যালটে তাঁর নাম ছাপাই হয়নি। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের দাবি, যে ব্যালটগুলিতে বিরোধী প্রার্থীর নাম নেই, সেগুলি বাতিল করতে হবে। গতকাল রাত ৩টে থেকে এই নিয়ে গন্ডগোল শুরু হয়। গণনা সাময়িকভাবে স্থগিত থাকে। সকালে ফের শুরু হয়েছে গণনা। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে ব্যালট জমা দেওয়ার শেষ দিন ছিল ১৮ অক্টোবর। আজ ফল ঘোষণার সম্ভাবনা।
আরও পড়ুন: Mamata Banerjee: যা বলার ব্রাত্য বলবে, আমি চাই কারোর চাকরি যেন না যায় : মমতা বন্দ্যোপাধ্যায়