রাজীব চৌধুরী, ডোমকল: স্কুলের টিফিনের সময়ে আচমকা বজ্রপাতের জেরে অসুস্থ (Ill for Lighting) হয়ে পড়ে ২৭ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে একজন ছাত্র এবং বাকি ২৬ জন ছাত্রী বলে খবর স্কুল ও হাসপাতাল সূত্রে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ডোমকলের (Domkal) ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে ভগীরথপুর গ্রাম সহ ডোমকল হাসপাতাল চত্বরে।


আরও পড়ুন: Firhad on Suvendu: 'তৃণমূলে ফিরুন, নিজের পরিবার-ছেলেমেয়ের কাছে ফিরুন', বললেন ফিরহাদ, অন্য ইঙ্গিত দেখছেন শোভন


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই মেঘ ঘনিয়ে আসে। তারপর বৃষ্টি শুরু হয়। সেই সময় আচমকা বজ্রপাত হয় ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে মধ্যে থাকা একটি গাছে। এই বজ্রপাতের জেরে স্কুলের ২৭ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর ২১ জন পড়ুয়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি চলে যায়। তবে পাঁচজন ছাত্রী এখনও হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছে। তবে উদ্বেগের কিছু নেই বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা বাজ পড়ার বিকট আওয়াজে অজ্ঞান হয়ে পড়েছিল ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী। কিছুক্ষণ পরে আরও ২১ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসাও। এদিকে বৃষ্টির জেরে জল জমে যায় হাসপাতালের সামনেও ফলে অসুবিধার মধ্যে পড়তে হয় পড়ুয়াদের অভিভাবকদের।


আরও পড়ুন: New Town Eviction: রাতবিরেতে ফের শহরে নামল বুলডোজার, নিউডাউনে ভেঙে ফেলা হল পর পর দোকান


স্কুল সূত্রে জানা গেছে, দুপুর দুটোর সময় আচমকা বজ্রপাতে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল ২৬ জন ছাত্রছাত্রী। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। বাজ পড়ার ফলে স্কুলের জিনিসপত্রের কোনও ক্ষতি হয়েছে কিনা তা এখনও বোঝা যায়নি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Weather Update: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরে ভারী বর্ষণের সম্ভাবনা