কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হিন্দু হস্টেলের পর এবার সল্টলেকে গার্লস হস্টেলের গেট ভেঙে দখল নিল প্রেসিডেন্সির পড়ুয়ারা। এদিন বিকেলে সল্টলেকে হস্টেলের সামনে স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। এরপর মূল গেট ভেঙে একদল পড়ুয়া ভেতরে ঢোকেন। অভিযোগ, সরকারের নির্দেশের পরেও বন্ধ রয়েছে হস্টেল। এদিন হস্টেলে ঢুকে নিজেদের ঘরের চাবি হাতে তুলে নেন আন্দোলনকারী পড়ুয়ারা। এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের দখল নেন পড়ুয়ারা। 


ক্লাস শুরু হলেও, ১ মাস ধরে বন্ধ প্রেসিডেন্সির (Presidency University) হিন্দু হস্টেল (Hindu Hostel)ও সল্টেলেকের গার্লস হস্টেল। দুই হস্টেল খোলার জন্য আন্দোলন করছিলেন পড়ুয়ারা। কিন্তু সেই আন্দোলনে কর্তৃপক্ষ সাড়া দেয়নি। দরজা ভেঙে হস্টেলের দখল নিল পড়ুয়ারা। এক ছাত্রী অভিযোগ, "কর্তৃপক্ষ কোনও দায়িত্ববোধ দেখাচ্ছে। আমরা কীভাবে থাকব তা নিয়ে কিছু বলছে না। আমরা অফলাইন ক্লাস করছি। তারপর কোথায় ফিরব জানি না। মাথার উপরে ছাদ নেই। বহু দূর থেকে ছাত্রছাত্রীরা এসেছে পড়তে। তাঁদের মধ্যে কেউ প্রথমবার কলকাতায় এসেছে। হস্টেল ছাড়া তাঁদের কোথাও থাকার জায়গা নেই। তাঁরা ক্লাস করতে পারবেন না। পড়াশোনাও হবে না। কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে না।'' 


২০২০ সালে করোনার (Corona) ধাক্কায় বন্ধ হয়েছিল হস্টেলের দরজা। রাজ্যের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের মতোই এক মাস আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) শুরু হয়েছে পঠনপাঠন। কিন্তু হস্টেল খুলছিল না। এই অভিযোগ তুলে কার্যত হস্টেলের দখল নিল পড়ুয়ারা। এর আগে গত সপ্তাহে ঠিক একইভাবে হস্টেলের গেট ভেঙে হিন্দু হস্টেলের দখল নিতে দেখা যায় পড়ুয়াদের। হস্টেলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক রক্ষী জানান, "ওঁরা জোরে দরজা ধাক্কা দিয়েছে, দরজা ভেঙে গিয়েছে। যাতে কারোর বিপদ না হয়, দরজা গায়ে না পড়ে তাই বাধ্য হয়ে নিরাপত্তারক্ষী খুলে দিয়েছে।'' দেখা যায় হস্টেল সংলগ্ন মাঠে বসে পড়ুয়ারা কেউ আড্ডা দিচ্ছেন, কেউ খেলছেন। 


এদিকে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ পাঠভবনের পড়ুয়াদের। পরীক্ষা না দেওয়ার ডাক দিয়ে ভাষাবিদ্যা ভবনের সামনে বিক্ষোভ দেখায় পাঠভবন ও শিক্ষাসত্রের পড়ুয়াদের একাংশ। অভিভাবকদের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতিও বেধে যায়। আজ বিশ্বভারতীতে উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম সেমিস্টারের পরীক্ষা ও মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। পাশাপাশি, তিনদফা দাবিতে ২২ দিন ধরে চলছে বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলন। 


আরও পড়ুন: RG Kar Medical College: দুই সংগঠনের সংঘর্ষে রণক্ষেত্র আর জি কর, আহত বেশ রয়েকজন ডাক্তারি পড়ুয়া