সমীরণ পাল, কলকাতা : ফের তৃণমূলের ( TMC ) বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) ।  বিজেপির (BJP)  নবান্ন (Nabanna ) অভিযান আটকালে দলীয় কর্মীদের ডান্ডা ব্যবহারের পরামর্শ  দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রয়াত বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস। এই উপলক্ষ্য়ে মধ্যমগ্রামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে সুর চড়ালেন সুকান্ত। 


ডান্ডা রাখার পরামর্শ
সুকান্ত দিলেন  'ঝান্ডার সঙ্গে ডাণ্ডা', রাখার পরামর্শ ! আগামী ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে। সেই মিছিল বাধাপ্রাপ্ত হতে পারে, ছড়াতে পারে উত্তেজনা, এমন আশঙ্কা করছেন বিজেপি নেতা।   'ঝান্ডার সঙ্গে ডাণ্ডা', মানে তো হিংসা ? প্রশ্ন করা হলে সুকান্তর জবাব, আক্রান্ত হলে প্রতিরোধের অধিকার রয়েছে ! হিংসায় মদতের অভিযোগ প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন সুকান্ত মজুমদার। 


এদিন অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে মধ্যমগ্রাম দোলতলা থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি বাইক র‍্যালি করে। মধ্যমগ্রাম থেকে যশোর রোড ধরে বারাসাত হেলাবটতলা পর্যন্ত যায় বাইক র‍্যালি। সেখানে রক্তদান শিবিরে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। 

 রাজ্যপালের দ্বারস্থ বিজেপি
অন্যদিকে মঙ্গলবারই, বাংলায় গণতন্ত্র নেই, এই অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপি। এদিন রাজভবনে যান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির প্রতিনিধিদল। দুর্নীতি ইস্যুকে সামনে রেখে বিজেপি নেতা, কর্মীদের ওপর হামলা হচ্ছে বলেও রাজ্যপাল লা গণেশনের কাছে অভিযোগ জানান তাঁরা। সেখানেও সুর চড়ান সুকান্ত । সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুকান্ত।


তিনি বলেন, "আশঙ্কা নিয়েই রাজ্যপালের কাছে এসেছি। গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। যেভাবে একের পর এক মন্ত্রী, তৃণমূলের নেতারা চুরি, গরুপাচার এবংটাকা রাখার দায়ে ধরা পড়ছেন, তাতে আগামী দিনে হয়ত আরও বাড়বে। গণতান্ত্রিক ভাবে তৃণমূল সম্পূর্ণ ব্যাকফুটে। বাংলার বাসে, ট্রামে চোর চোর শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে হিংসাই একমাত্র আশ্রয় তৃণমূলের। গণতান্ত্রিক ভাবে লড়তে না পেরে, আদর্শের লড়াইয়ে পেরে উঠতে না পেরে, পুলিশকে সামনে রেখে এই কাজ করার চেষ্টা চালাচ্ছে।"

মঙ্গলবার রাজ্য জুড়়ে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। এই বিষয়ে সুকান্তর চ্যালেঞ্জ, 'পুলিশকে সরিয়ে পরিস্থিতি সমান করে দিন, বিজেপি ঠিক খেলবে।' বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, গণতান্ত্রিকভাবে লড়তে না পেরে তৃণমূল হিংসার আশ্রয় নিচ্ছে।


অন্যদিকে একদা বিজেপি, অধুনা তৃণমূল নেতা  জয়প্রকাশ মজুমদারের দাবি, 'খেলার মাঠ নিজেকেই তৈরি করে নিতে হবে' ।

আরও পড়ুন :


 'মমতার আশ্বাসে আত্মবিশ্বাসী', অনুব্রত নাকি জেরায় আরও অসহযোগিতা শুরু করেছেন !