বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : বাম কর্মী-সমর্থকদের  (CPM )এবার বিজেপিকে ( BJP ) ভোট দেওয়ার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । পটনা বৈঠক নিয়ে তৃণমূল সিপিমকে একযোগে আগেও আক্রমণ শাণিয়েছিলেন বিরোধী দলনেতা। এবার পটনা-বৈঠককে ব্যঙ্গ করে তিনি সিপিএম সমর্থকদের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন। 

বিরোধী দলনেতার আক্রমণ, 'পটনায় সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিশফ্রাই খেয়েছেন। আপনাদের ভোট দেওয়া মানে চোর তৃণমূলকে ভোট দেওয়া। পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম সিপিএম এবং কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের বি টিম হল তৃণমূল ও সিপিএম। কেরলে আবার মুখোমুখি সিপিএম এবং কংগ্রেস। একমাত্র বিজেপির কোনও সেটিং নেই।'  

আরও পড়ুন : 


'কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন হয়নি, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছি', ED কে আর কী বললেন সায়নী ?



পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায় প্রচারে গিয়ে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। ভোট পর্ব চলাকালীন এলাকায় তৃণমূলের বাইক বাহিনী ঢুকলে লাঠি হাতে তাদেরকে বাইক সমেত পুকুরে ফেলার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।   

আগেও পটনা বৈঠক নিয়ে তৃণমূল সিপিএমকে একযোগে নিশানা করেছিলেন তিনি। বলেছিলেন, 'নরেন্দ্র মোদি সরে গেলে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে একটাও তদন্ত করতে দেবে? এখানে কর্মীরা মারা যাচ্ছে, আর ওরা পাটনায় বসে বিরিয়ানি-কফি খাচ্ছে। কংগ্রেস-সিপিএম হচ্ছে সেটিং'                                              

শুভেন্দু আরও বলেন, 'একমাত্র বিজেপি লড়াই করেছে, সুফল নেওয়ার চেষ্টা করছে অন্য দলগুলি। বিজেপি লড়াই করেছে বলেই কেন্দ্রীয় বাহিনী। কংগ্রেস, সিপিএম পরীক্ষিত, বাংলায় এখন একমাত্র বিকল্প বিজেপি' তৃণমূল-বাম-কংগ্রেসকে একযোগে আক্রমণ করে মন্তব্য শুভেন্দুর।                                                    

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ' শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা-মন্ত্রী ছিলেন। এখন দল বদলে বিজেপি-তে গেছেন। সাপ খোলস বদলালেও বিষ তো বদলায় না।'  বিরোধী দলনেতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর দাবি, তাঁদের ঘোষিত নীতিই হল সারা দেশে বিজেপির বিরোধিতা আর এ রাজ্যে তৃণমূলের দুর্নীতির বিরোধিতা।